BANK SMART

ব্র্যাক ব্যাংক এটিএম, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও নগদ-ব্যবস্থাপনার মতো বিকল্প পথে ব্যাংকিং পরিষেবা এবং অনেক নতুন গ্রাহক-কেন্দ্রীক সেবা প্রদান করে থাকে। এই পণ্যসমূহ গ্রাহকদের মূলত ব্যাংকে না এসেই ব্যাংকিং-সেবা পেতে সহায়তা করে। ডিজিটাল পণ্যগুলো আপনার ব্যাংকিং সহজ করার পাশাপাশি সময় ও অর্থ বাঁচাবে।

ব্র্যাক ব্যাংক মোবাইল একটি যুগান্তকারী মোবাইল অ্যাপলিকেশন - যার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং-এর নিবন্ধিত গ্রাহকগণ তাঁদের স্মার্টফোনের মাধ্যমে যেকোনো সময়ে, যেকোনো স্থান থেকে ব্যাংকিং-সেবা পেতে পারেন। এই ডিজিটাল উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক লোককে হালনাগাদ প্রযুক্তির মাধ্যমে আর্থিক পরিষেবায় অন্তর্ভুক্ত করা। এই অ্যাপলিকেশনে রয়েছে যুগান্তকারী নিরাপত্তা ব্যবস্থা যেমন – একবার ব্যবহার্য পাসওয়ার্ড (ওটিপি)সহ টু ফ্যাক্টর অথেনটিকেশন এবং ই-স্বাক্ষর। এই অ্যাপলিকেশনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ও আইওএস-এ কাজ করে এবং গুগল প্লে স্টোর ও অ্যাপস্টোর থেকে নামানো (ডাউনলোড করা) যায়।ব্র্যাক ব্যাংক মোবাইল একটি যুগান্তকারী মোবাইল অ্যাপলিকেশন - যার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং-এর নিবন্ধিত গ্রাহকগণ তাঁদের স্মার্টফোনের মাধ্যমে যেকোনো সময়ে, যেকোনো স্থান থেকে ব্যাংকিং-সেবা পেতে পারেন। এই ডিজিটাল উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক লোককে হালনাগাদ প্রযুক্তির মাধ্যমে আর্থিক পরিষেবায় অন্তর্ভুক্ত করা। এই অ্যাপলিকেশনে রয়েছে যুগান্তকারী নিরাপত্তা ব্যবস্থা যেমন – একবার ব্যবহার্য পাসওয়ার্ড (ওটিপি)সহ টু ফ্যাক্টর অথেনটিকেশন এবং ই-স্বাক্ষর। এই অ্যাপলিকেশনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ও আইওএস-এ কাজ করে এবং গুগল প্লে স্টোর ও অ্যাপস্টোর থেকে নামানো (ডাউনলোড করা) যায়।
গ্রাহকেরা ব্র্যাক ব্যাংক মোবাইল-এ প্রবেশ করতে পারবেন তাঁদের ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি, পাসওয়ার্ড ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি)-এর মাধ্যমে।

মূল্ বৈশিষ্ট্য

ব্র্যাক ব্যাংক মোবাইল অ্যাপলিকেশনে নিচের বৈশিষ্ট্যসমূহ রয়েছে:

  • ব্র্যাক ব্যাংকের যেকোনো হিসাবে তহবিল স্থানান্তর
  • মোবাইল টপ আপ
  • ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড বিল প্রদান (বাংলাদেশি টাকায়)
  • কিউবি বিল প্রদান
  • স্থিতির সাথে হিসাব-সম্পর্কিত তথ্য দেখা
  • ঋণ হিসাবের তথ্য
  • লেনদেনের তথ্য দেখা
  • সংক্ষিপ্ত বিবরণী
  • বিস্তারিত বিবরণী
  • বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট
  • এসএমএস ব্যাংকিং সুবিধা


দেশজুড়ে আমাদের রয়েছে ১৮৬টি শাখা, ৪৫০টির বেশি এটিএম ও ৪৫৭টি এসএমই ইউনিট অফিস।
অনুসন্ধান
আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার ১৬২২১-এ কল করুন অথবা ইমেইল করুন [email protected] - এই ঠিকানায়।


টুএফএ (টু ফ্যাক্টর অথেনটিকেশন) কি?

টুএফএ ডিভাইস হলো একটি টু ফ্যাক্টর অথেনটিকেশন ডিভাইস - যা একটি একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) তৈরী করে গ্রাহককে দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা প্রদান করে। ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধন করার পরে গ্রাহকদের টুএফএ ডিভাইস প্রয়োজন হবে যার মাধ্যমে তাঁরা নিরাপদ ও সফল লেনদেন করতে পারবেন।
নির্দিষ্ট ও অন্যান্য সংশ্লিষ্ট দলিলের সঙ্গে আমরা টুএফএ ডিভাইসকে “হার্ডঅয়্যার টোকেন” বা “সফটঅয়্যার টোকেন” হিসেবে নির্দেশ করছি।
টুএফএ হলো নিরাপত্তার একটি উচ্চতর পদ্ধতি যেটাতে প্রয়োজন হয়:

  • জানা তথ্য (আপনার পিন ও আইডি)
  • ব্যাংক থেকে আসা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) [যেটি টুএফএ ডিভাইস-এর মাধ্যমে বিচ্ছিন্নভাবে তৈরী হয়]।

এখন আপনার ব্র্যাক ব্যাংক হিসাবে পিসি, ল্যাপটপ, হস্তচালিত বা মোবাইল ডিভাইস থেকে ২৪/৭ ভিত্তিতে প্রবেশ করুন।

P@yNow কি?

ব্র্যাক ব্যাংক আপনাকে তাত্ক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবা, P@yNow এনেছে। ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা থেকে অন্যান্য অংশীদার ব্যাংকগুলিতে সেকেন্ডের মধ্যে অর্থ স্থানান্তর করুন 24/7। এই সেবা NPSB দ্বারা চালিত হয়
লগ ইন করতে এবং অভিজ্ঞতার জন্যএখানে ক্লিক করুন অথবা ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য নথিভুক্ত না থাকলে দয়া করে এখানে ক্লিক করুন নথিভুক্ত করতে।(নোট: হাইপারলিঙ্ক রাখুন)
যদি আপনি P@yNow ব্যবহার করতে চান জানতে চান, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন

যা করবেন

  • ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করুন
  • পপ আপ ব্লকার ব্যবহার করুন
  • সংবেদনশীল আর্থিক তথ্য পেশ করার সময় নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করুন
  • অনলাইন ব্যাংকিং শেষে করার পরপরই লগ অফ করুন।
  • পাসওয়ার্ড ও পিন নিয়মিত পরিবর্তন করুন।
  • আপনার ব্যাংক, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বিবরণী নিয়মিত পরীক্ষা করুন। সন্দেহজনক লেনদেন পাওয়া গেলে জানান।
  • আপনার নিরাপত্তার তথ্য চেয়ে কোনো ইমেইল আসলে আর্থিক প্রতিষ্ঠানকে জানান।
  • আপনার নিরাপত্তার তথ্য চেয়ে কোনো ইমেইল আসলে আর্থিক প্রতিষ্ঠানকে জানান।
  • এই ধরণের ইমেইল ও বার্তার ব্যাপারে সন্দিহান হোন।
  • যে হাইপার লিঙ্কে আপনি ক্লিক করছেন তা গভীরভাবে পর্যবেক্ষণ করুন।

যা করবেন না

  • আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
  • অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ (লগইন) থাকা অবস্থায় উঠে যাবেন না।
  • নিরাপত্তা-বিষয়ক কোনো প্রকার তথ্য ইন্টারনেটে পেশ করবেন না।
  • ব্রাউজারে ইউজার নেইম ও পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না।
  • কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে ইমেইল ও বার্তায় প্রেরিত লিঙ্ক ব্যবহার করবেন না।
  • ব্যাংকিং সিস্টেমে প্রবেশ করার জন্য সাইবার ক্যাফে বা অন্যকোনো জনসমাগমস্থল ব্যবহার করবেন না। যদি বাধ্য হয়ে করতেই হয় তাহলে আশপাশের অবস্থা বুঝে সতর্ক থাকুন, ব্রাউজারে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না, এবং যথাযথভাবে বের হয়ে (লগ আউট) আসুন।


দেশজুড়ে আমাদের রয়েছে ১৮৬টি শাখা, ৪৫০টির বেশি এটিএম ও ৪৫৭টি এসএমই ইউনিট অফিস।
অনুসন্ধান
আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার ১৬২২১-এ কল করুন অথবা ইমেইল করুন [email protected] - এই ঠিকানায়।

ব্র্যাক ব্যাংকের ২৪-ঘন্টা কল সেন্টারে মাত্র একটি কল করে আপনার হিসাব-ব্যবস্থাপনা সম্পন্ন করুন। আপনার ফোনের কয়েকটি বোতাম চেপে ব্যাংকিং সুবিধা উপভোগ করুন যেকোনো সময়ে, যেকোনো স্থানে।

  • হিসাবের বিবরণী
  • স্থিতি অনুসন্ধান
  • ডেবিট/ক্রেডিট কার্ড চালু করা
  • আন্তঃশহর মাশুল অনুসন্ধান
  • ক্রেডিট কার্ডের বিল প্রদান
  • চেকবইয়ের জন্য অনুরোধ
  • আটকে যাওয়া এটিএম কার্ড ও নগদ অনুসন্ধান
  • সব পণ্য অনুসন্ধান



Features

  • Instant Account Balance & Mini Statement
  • Fixed Deposit Maturity Alarm
  • High Value Transaction Alert
  • Account status change alert
  • Welcome alert (for account opening)
  • Payment (loan) failure alert
  • Cheque clearing failure alert

আইভিএসি

অনলাইনে ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ মাশুল প্রদান করুন

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের মাশুল ব্র্যাক ব্যাংকের যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে প্রদান করা যেতে পারে।
অনলাইন ভিসা আবেদনপত্র ও মাশুল প্রদানের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। https://payment.ivacbd.com

বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে এফএকিউ দেখুন।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অনলাইন পেমেন্ট

১. আমি কোন ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো?

আপনি যেকোনো ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। (স্থানীয় ও আন্তর্জাতিক)

২. ইন্টারনেটে আমার ক্রেডিট/ডেবিট কার্ড/টাকা প্রদানের তথ্য পাঠানো কী সত্যিই নিরাপদ?

হ্যাঁ, এটি সম্পূর্ণ নিরাপদ। সব পেমেন্ট গেটওয়ে/ইন্টারনেট ব্যাংকিং-এর নিরাপত্তা একীভূত ও কঠোরভাবে বজায় রাখা হয়।

৩. আপনি এখন কোন মুদ্রা সমর্থিত?

চালানে অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় (বিডিটি) প্রদর্শিত হয়ে থাকে। আপনি যেকোনো মুদ্রায় জারি করা ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করতে পারবেন। আপনি তখনও লেনদেন সম্পন্ন করতে পারবেন। যাহোক, আপনার কার্ড প্রদানকারী ব্যাংক লেনদেনের সময় মুদ্রা-রূপান্তর মাশুল নিতে পারে (ভিসা/মাস্টারকার্ডের চলমান বিনিময় হারের উপর নির্ভর করে এই হার পরিবর্তন হতে পারে)

৪. অনলাইনে অর্থ পরিশোধের জন্য কোনো অতিরিক্ত মাশুল আছে কী?

ভিসা/মার্টারকার্ড ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ প্রদানের জন্য আপনার চালানের পরিমাণের উপর অতিরিক্ত ২% মাশুল প্রযোজ্য হবে। যেমন: চালানের পরিমাণ ১,০০০+২% ব্যাংক মাশুল = মোট প্রদেয় ১,০২০ বাংলাদেশি টাকা।

৫. যদি আমি পোর্টালের জন্য নিবন্ধন করি, তাহলে চালান জারি করা হলে আমি আমার চালানগুলো ইমেইল-এ পাবো কী?

হ্যাঁ, আপনি প্রতিবার চালানের একটি করে অনুলিপি পাবেন।

৬. আমি একটি লেনদেনের জন্য একাধিক টাকা জমাদান পদ্ধতি ব্যবহার করতে পারি?

না। আপনি একটি লেনদেনের জন্য একটি জমাদান পদ্ধতি বা একটি কার্ড ব্যবহার করতে পারবেন। চালান আংশিক অর্থ জমা করার জন্য দেওয়া হয় না।

৭. টাকা জমা করতে আমার কি তথ্য দরকার?

আপনার একটি বৈধ চালান এবং একটি বৈধ ক্রেডিট/ডেবিট কার্ড প্রয়োজন হবে।

৮. আমি কীভাবে নিশ্চিত হবো যে অর্থ জমা হয়েছে?

অর্থ জমাদান সফলভাবে সম্পন্ন হলে ওআইএস থেকে জমার বিবরণ প্রদান করে আপনাকে ইমেইল করা হবে এবং আপনার কার্ড থেকে প্রাপ্তিস্বীকার করা হবে।

৯. অনলাইন/অফলাইনে আমার দেওয়া অর্থ জমা হতে কতো সময় লাগবে?

আমরা এক মিনিটের কম সময়ে অর্থ জমাদান প্রক্রিয়া সম্পন্ন করবো।

১০. আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি। আমি কি করবো?

লগইন পৃষ্ঠায় আপনি একটি পাসওয়ার্ড পুনঃস্থাপন করার লিঙ্ক দেখতে পাবেন। ‘পাসওয়ার্ড পুনরায় সেট করুন’ ক্লিক করার পরের নির্দেশাবলী অনুসরণ করুন।

১১. কীভাবে আমি আমার হিসাবের প্রবেশের বিবরণ পাবো?

আপনাকে প্রধান ক্যাম্পাসে ওআইএস গ্রাহক-সেবা অফিসের সাথে যোগাযোগ করতে হবে অথবা অন্যান্য ক্যাম্পাসে ভর্তি-অফিসে যোগাযোগ করতে হবে।

১২. আমার হিসাবে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

যেকোনো কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওআইএস গ্রাহক সেবা অফিসে যোগাযোগ করুন অথবা আপনার শিক্ষার্থী বা অভিভাবক ইমেইল ঠিকানার মাধ্যমে জানান [email protected] এই ঠিকানায়।

১৩. আমি কী মোট প্রদেয়র আংশিক অথবা বেশি পরিমাণ অর্থ অগ্রীম হিসেবে জমা করতে পারি?

না। আপনি নিজে ওয়েব পোর্টাল থেকে এটি করতে পারবেন না, তবে যদি আপনি ওআইএস হিসাব অফিসের সাথে যোগাযোগ করেন তাহলে তাঁরা সরাসরি এটি প্রক্রিয়া করতে পারবে।

হিসাব অফিস আপনার নতুন চালানের পরিমাণ নিশ্চিত করার পরে আপনি অর্থ জমা সম্পন্ন করতে পারবেন।

১৪. আমার হিসাবে কেউ প্রবেশ করতে পারবে?

আপনি ছাড়া কেউ আপনার হিসাবে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ আপনি আপনার হিসাবে প্রবেশ-সংক্রান্ত তথ্য কাউকে না জানাচ্ছেন।

১৫. কোন ব্রাউজারগুলো ওয়েব পোর্টাল হিসাব সমর্থন করে?

আমরা সব ধরণের আধুনিক ওয়েব ব্রাউজার সমর্থন করি। ওয়েব ব্রাউজার সমর্থিত না হলে আপনি লগইন-এ একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন।

সিলেট সিটি কর্পোরেশন

১. সিলেট সিটির পানির বিল/হোল্ডিং ট্যাক্স/ট্রেড লাইসেন্স/হাউস বিল্ডিং ট্যাক্স কীভাবে পরিশোধ করা যাবে?

বিল পরিশোধ করতে অনুগ্রহপূর্বক সিলেট সিটিজেন চার্টার অ্যাপটি গুগল প্লে স্টোর/অ্যাপল অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিন। এই অ্যাপটি ব্যবহার করে আপনি পানির বিল/হোল্ডিং ট্যাক্স/ট্রেড লাইসেন্স/গৃহকর পরিশোধ করতে পারবেন।

২. সিলেট সিটিজেন চার্টার অ্যাপ কি?

সিলেট সিটিজেন চার্টার হলো সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য একটি অ্যানড্রয়েড, আইওএস ও ওয়েবভিত্তিক অ্যাপলিকেশন। অ্যাপলিকেশনটির মূল লক্ষ্য হলো সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের ২৪x৭ ভিত্তিতে বিভিন্ন সেবা প্রদান করা। সিলেট সিটিজেন চার্টার চালু করেছে স্বয়ংক্রিয় ও সমন্বিত সেবা - যার মধ্যে রয়েছে - এসসিসি’র নাগরিকদের সুবিধার জন্য রাজস্ব আহরণ পদ্ধতি (স্বয়ংক্রিয় বিলিং সিস্টেম), বিল প্রদান, হোল্ডিং কর প্রদান, বিলের অবস্থা যাচাই করা, বিভিন্ন পরিষেবা চালু, এসসিসি’র নাগরিকদের অভিযোগ জানানোর ব্যবস্থা।

৩. কিভাবে অ্যাপ নামানো (ডাউনলোড করা) যাবে?

অ্যাপলিকেশনটি নামাতে প্লে স্টোর বা আইটিউন্স-এ "সিলেট সিটিজেন চার্টার" দেখুন অথবা অ্যাপটি ব্রাউজ করতে https://revenue.scc.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

৪. সিলেট সিটিজেন চার্টার অ্যাপ কী যেকেউ ব্যবহার করতে পারবেন?

এই অ্যাপটি শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ ও বিদেশ থেকে এসসিসি’র গ্রাহকেরা এসসিসিতে অর্থ প্রদানের জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

৫. এই অ্যাপ দিয়ে আমি কি করতে পারবো?

আপনি যদি এসসিসি’র নাগরিক হন তাহলে আপনি পানির বিল, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স মাশুল (আসন্ন), এবং এসসিসিতে দোকান/বিলবোর্ডের ভাড়া প্রদান (আসন্ন) করতে ও নতুন পরিষেবার জন্য আবেদন করতে পারবেন, এই অ্যাপ-এর মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারবেন।

৬. আমি কীভাবে এই অ্যাপ-এর মাধ্যমে পানির বিল পরিশোধ করবো?

আপনার পানির বিল প্রদান করতে-

  • ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার হিসাবে প্রবেশ করুন
  • “পে নাও” চাপ দিন
  • আপনার বিল নম্বর লিখুন
  • “সার্চ”চাপুন। আপনি আপনার বিল দেখতে পারবেন।
  • “পে” এর উপর ক্লিক করুন। আপনি ব্র্যাক ব্যাংকের পেইজে চলে যাবেন।
  • “সাবমিট”-এ ক্লিক করুন।

৭. আমি কীভাবে এই অ্যাপ-এর মাধ্যমে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবো?

আপনার হোল্ডিং ট্যাক্স প্রদান করতে-

  • ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার হিসাবে প্রবেশ করুন
  • “পে নাও” চাপ দিন
  • “হোল্ডিং ট্যাক্স” নির্বাচন করুন
  • আপনার বিল নম্বর লিখুন
  • “সার্চ”চাপুন। আপনি আপনার বিল দেখতে পারবেন।
  • “পে” এর উপর ক্লিক করুন। আপনি ব্র্যাক ব্যাংকের পেইজে চলে যাবেন।
  • “সাবমিট”-এ ক্লিক করুন।

আপনার ট্রেনের টিকেট কাটুন অনলাইনে!!

এখন থেকে আপনাকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না! ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি ঘরে বসেই ট্রেনের টিকেট কিনতে পারবেন।

ট্রেনের টিকেট কিনতে। এখানে ক্লিক করুন

আরও জানতে অনুগ্রহপূর্বক।এফএকিউ দেখুন

ভিসা অফার

আপনার ব্র্যাক ব্যাংকের ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন কেনাকাটায় আকর্ষণীয় অফার ও মূল্যছাড় উপভোগ করুন। এই সুযোগ ব্র্যাক ব্যাংকের যেকোনো ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য। আরও তথ্যের জন্য ক্লিক করুন এখানে https://www.sslcommerz.com/visa/

Privacy Policy Important Security Message

For any banking needs please call 24 Hour Call Center 16221 or email us at [email protected]
We will soon be in touch with you.

ForEx Rates

Tue, Mar 19, 2024 9:45 AM

Currency Buying Selling
USD 109.50 110.00
EUR 121.7493 127.2492
GBP 143.4002 148.9001
View complete list

Accessibility Menu

Font size
+ -

Text Space/Line Height
+ +