ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং
এজেন্ট ব্যাংকিং ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বিতরণ চ্যানেল, যা এজেন্টদের স্বাধীন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে। এই এজেন্টরা দূরবর্তী ও গ্রামীণ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক সেবা পেতে সহায়তা করে। বায়োমেট্রিক অথেনটিকেশন ও ডিজিটাল আর্থিক সেবাগুলো ব্যবহার করে এজেন্টরা ব্যাংকের পক্ষ থেকে রিয়েল-টাইম ও নিরাপদ লেনদেন সম্পন্ন করে।

এজেন্ট ব্যাংকিংয়ের ইতিহাস:
এজেন্ট ব্যাংকিং উন্নয়নশীল দেশগুলোতে শুরু হয় এবং ব্রাজিলের মতো পথিকৃৎ দেশগুলোর মাধ্যমে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশে ২০১৪ সালে এজেন্ট ব্যাংকিং চালু হয় এবং ২০১৮ সালে ব্র্যাক ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে এই সেবা শুরু করে ।
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং:
একটি সংক্ষিপ্ত পরিচিতি ব্র্যাক ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সমাধান ব্যবহার করে ব্যাংকের কার্যপরিধি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে, যার লক্ষ্য হল :
- ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সেবা প্রদান
- আর্থিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি
- গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি
এজেন্ট ব্যাংকিং সেবাসমূহ :
বিআরএসি ব্যাংক বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করে। এর মধ্যে রয়েছে:
অ্যাকাউন্ট খোলা:
- ব্যক্তিগত সঞ্চয়ী অ্যাকাউন্ট
- ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং
- এসএমই অ্যাকাউন্ট
- ডিপিএস ও এফডিআর অ্যাকাউন্ট
লেনদেন সংক্রান্ত সেবা:
- নগদ জমা ও উত্তোলন
- ফান্ড ট্রান্সফার (অভ্যন্তরীণ ও আন্তঃব্যাংক)
- ঋণ পরিশোধ
- ইউটিলিটি বিল পরিশোধ
- ক্রেডিট কার্ড বিল পরিশোধ
- বৈদেশিক রেমিট্যান্স বিতরণ
অ্যাকাউন্ট পরিচালনা সেবা:
- অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হালনাগাদ
- এফডিআর বা ডিপিএস বন্ধ করা বা ভাঙানো
- নমিনি ব্যবস্থাপনা
- অ্যাকাউন্ট বন্ধ করা
অন্যান্য সেবা:
- ব্যালান্স সংক্রান্ত তথ্য
- এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা ঋণের জন্য আবেদন
- রিটেইল পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডের জন্য আবেদন
- গ্রাহকের বায়োমেট্রিক পুনঃনিবন্ধন
ব্র্যাক ব্যাংকের এজেন্ট হওয়ার শর্তাবলি:
এজেন্ট হওয়ার জন্য প্রার্থীর অবশ্যই:
- বৈধ ট্রেড লাইসেন্সসহ ব্যবসা থাকতে হবে
- প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা সম্পর্কে জ্ঞান থাকতে হবে
- অন্য কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং প্রোগ্রামের লাইসেন্সধারী হওয়া যাবে না
এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধাসমূহ:
- সহজলভ্য ডিজিটাল আর্থিক সেবা দেওয়া
- আর্থিক অন্তর্ভুক্তি ও শিক্ষা প্রসারে সহায়ক
- গ্রামীণ অঞ্চলে সাশ্রয়ী মূল্যে ব্যাংকিং সেবা প্রদান
- রেমিট্যান্স প্রবাহকে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে উৎসাহ দেওয়া
আবেদন করার পদ্ধতি :
ব্র্যাক ব্যাংকের এজেন্ট হতে অনলাইনে আবেদন করুন, ইমেইল করুন agent.banking2@bracbank.com ঠিকানায়, অথবা যেকোনো শাখায় যোগাযোগ করুন। শর্তাবলি প্রযোজ্য।