আপনার ব্যবসার ঠিকানাঃ


“প্রবর্তন” এসএমই লোন এর জন্য সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী:

১. প্রবর্তন এসএমই লোন কী?

প্রবর্তন হলো ই-কমার্স এবং এফ-কমার্স শিল্পের অন্তর্গত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সিএমএসএমই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি লোন সুবিধা।

 

২. কারা এই লোনের জন্য প্রযোজ্য হবেন?

সেইসকল ব্যবসায় প্রতিষ্ঠান যারা ডিজিটাল মার্কেটপ্লেস/ই-কমার্স/এফ-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অধিকাংশ (ন্যূনতম ৫১%) বিক্রয় করে। তবে, এই ব্যবসায়গুলোর পণ্য প্রদর্শনের উদ্দেশ্যে ছোট শোরুম থাকতে পারে যেখানে খুব কম ইনভেন্টরি রক্ষণাবেক্ষণ করা হয়।

 

৩. “প্রবর্তন” এসএমই লোন এর জন্য লোনের সীমা কত?

২ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

 

৪. এই ঋণ পেতে কি কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা প্রয়োজন?

হ্যাঁ, এই লোনের জন্য আবেদন করতে কমপক্ষে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা প্রয়োজন। তবে, নারী উদ্যোক্তাদের জন্য, ১.৫ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা লোন আবেদনের জন্য যথেষ্ট হবে।

 

৫. আলোচ্য ব্যবসায়টি আবাসিক এলাকায় অবস্থিত; তবে কি এটি অর্থায়ন করা যাবে?

অনলাইন ব্যবসায়ের জন্য, আমরা যেকোনো অবস্থানের বিষয়টি বিবেচনা করবো, কারণ মূল ব্যবসায়টি ভার্চুয়ালভাবে পরিচালিত হচ্ছে। তবে ব্যবসায়ের আপডেটেড ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। আর আবাসিক এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে, ভাড়া চুক্তি বা মালিকানা প্রমাণের নথি সরবরাহ করতে হবে।

 

৬. এই লোনের জন্য মালিকের বয়সসীমা কত?

আবেদনের সময় ব্যবসায়ের মালিকের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

 

৭. অনলাইন ব্যবসায়ের মালিকদের কোন উদ্দেশ্যে এই লোন দেওয়া হবে?

স্থায়ী সম্পদ ক্রয় বা, ওয়ার্কিং ক্যাপিটাল এবং ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে অস্থায়ী বিনিয়োগের জন্য।

 

৮. ব্যবসায়ের আর্থিক পর্যালোচনা কীভাবে করা হবে?

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে করা বিক্রয়তথ্য যাচাই করার মাধ্যমে; অথবা, ব্যাংক স্টেটমেন্ট বা এমএফএস স্টেটমেন্ট বা বিক্রয় রেজিস্টার থেকে বিক্রয় তথ্য; অথবা, ডেলিভারি পার্টনারদের কাছ থেকে ডেলিভারি স্টেটমেন্ট বিশ্লেষণ করে অথবা পণ্য ক্রয়ের ভাউচার নিরীক্ষা করে।

 

৯. এই লোন পেতে কি রেজিস্ট্রি মর্টগেজ প্রদান করতে হবে?

না, এই লোনটি জামানতবিহীন এবং এর জন্য কোনো বন্ধক-ভিত্তিক জামানতের প্রয়োজন নেই। তবে, জামিনদার (গ্যারান্টর), পোস্ট-ডেটেড চেক এবং নগদ জামানতের মতো নিয়মিত নিরাপত্তা বৈশিষ্ট্য বহাল থাকবে।

 

১০. এই লোনের সুদের হার কত?

ব্র্যাক ব্যাংকের এসএমই আনসিকিউরড লোনের নিয়মিত সুদের হার এই ঋণের জন্যও প্রযোজ্য।