এক নজরে:
লোন/ঋণ সেবা
অসুরক্ষিত লোন/ঋণ সেবা
অনন্য
এস এম ই ঋণ কি?
অনন্য এসএমই ঋণ সেবা আপনার সমস্ত ব্যবসায়িক সম্প্রসারণে প্রয়োজনীয় একটি অসুরক্ষিত জামানত-বিহীন মাসিক
কিস্তি ভিত্তিক ঋণ সুবিধা।
অনন্য এসএমই ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি অনন্য প্লাস এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
সুরক্ষিত ঋণ
(অপুর্ব এসএমই ঋণ)
অপূর্ব এসএমই ঋণ কি?
আপনি যদি উদীয়মান ব্যবসায়িক উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যবসায়িক কার্যক্রম সমাধার জন্যে বিশাল
অংকের অর্থ ঋণ করতে চান আর সাথে উপযুক্ত নিরাপত্তা জামানত থাকে, তবে আপনার জন্য অপূর্ব এসএমই ঋণ সুবিধা
হচ্ছে সেরা।
অপূর্ব – এর ঋণ সুবিধা সমূহঃ
অপূর্ব ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি অপূর্ব এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
সুরক্ষিত ঋণ
আমদানী – রপ্তানী ঋণ
সমৃদ্ধি এসএমই ঋণ
সমৃদ্ধি এসএমই ঋণ সেবা কি?
সমৃদ্ধি আপনার আমদানী-রপ্তানী বিষয়ক ব্যয়, আমদানী পরবর্তী ব্যয়, কর/ডিউটি পরিশোধ, স্থানীয় বিল ক্রয়,
ব্যবসায়িক মূলধন এবং ফিক্সড এ্যাসেট অর্থায়নের জন্যে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত একটি বিশেষ ঋণ সুবিধা
সমৃদ্ধি ঋণ সেবার সুবিধা সমূহঃ
- ঋণ পত্র বা লেটার অফ ক্রেডিট (এলসি) এবং লোন এগেইন্সট ট্রাস্ট রিসিট (এলএটিআর) সুবিধা
- ঋণপত্র / এলসি খোলার সুবিধাঃ আপনার ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুসারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত যে কোন পরিমাণ
- ইউপিএএস ঋণপত্র / এলসি সুবিধা
- ঋণপত্র / এলসি এর বিপরীতে সর্বোচ্চ ৯০ শতাংশ ঋণ সুবিধা
- সুবিধাময় ঋণপত্র / এলসি শর্তাবলী এবং মুদ্রা বিনিময় হার
- পুনরাবর্তিত ঋণ এবং ওভার ড্রাফট সুবিধা
- আমদানী শুল্ক পরিশোধ অথবা পণ্য ক্রয় সুবিধা
- ইনল্যান্ড দরপত্র/বিল ক্রয়
- অন্যান্য উপযোগী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত স্থানীয়/বিদেশী ঋণপত্র বা এলসি সমূহের বিপরীতে স্বীকৃত দরপত্র/বিল ক্রয়
- স্বীকৃত ঋণ পত্র বা এলসি – এর বিপরীতে ৯০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
- মেয়াদী ঋণ
- যন্ত্রপাতীর এলসি / ঋণ পত্র উত্তীর্ণ ডকুমেন্ট -এর জন্যে পরবর্তী কালীন মেয়াদী ঋণ
- ব্যাংক গ্যারান্টি
- বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণের জন্যে ব্যাংক গ্যারান্টি সুবিধা অথবা বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন – এর পক্ষে সিকিউরিটি সেবা প্রদান
সমৃদ্ধি ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
- সহজ এবং ঝামেলা মুক্ত ডকুমেন্টেশন সুবিধা। আমরা আপনার সমযইয়ের মূল্য উপলব্ধি করি এবং আপনার ঋণ সম্পর্কিত অতিরিক্ত ডকুমেন্টেশন সংগ্রহ করার সময় অতিরিক্ত অসুবিধা সম্মুখীন হতে হয় - তা বুঝতে পারি; তাই আমরা যতটুকু সম্ভব এই প্রক্রিয়াকে সংক্ষিপ্ত রেখেছি।
- ১০ লাখ টাকা হতে শুরু করে আপনার ব্যবসায়িক চাহিদার উপর নির্ভর করে যে কোন পরিমাণের অর্থ ঋণ সুবিধা। আমরা ঋণের পরিমাণ বিস্তৃত যাতে আপনার সমস্ত ব্যবসায়িক প্রয়োজনীয়তা পূরণ করতে আপনি প্রয়োজনীয় পরিমাণটি উপভোগ করতে পারেন।
- দ্রুত লেনদেনের নিশ্চয়তা। আপনি এলসি আদান-প্রদান করার সময়ে দ্রুত লেনদেনের সুবিধা উপভোগ করতে পারবেন।
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি সমৃদ্ধি এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
নারী উদ্যোক্তা ঋণ
তাঁরা ক্ষুদ্র মাঝারী শিল্প ঋণ
তাঁরা কি?
তাঁরা অগ্রগামী মহিলা উদ্যোক্তাদের জন্য একটি ৩৬০ ডিগ্রী ব্যাংকিং সেবা যা কতিপয় ঋণসেবার সমন্বয়ে
প্রস্তাবিত একটি ব্যানিজ্যিক সমাধান যা বিভিন্ন শ্রেনী যেমন - ব্যবসা সম্প্রসারণ, স্থায়ী সম্পদ ক্রয়,
কার্যকরী পুঁজি, বাণিজ্যিক যানবাহন ক্রয়, আমদানি ও রপ্তানি অর্থায়ন সহ মহিলাদের জীবনধারার
প্রয়োজনীয়তাগুলি পূরণ করে।
তারা ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি তাঁরা এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
আপনার ব্যবসা পর্যাপ্ত নগদ প্রবাহ এবং মুনাফা উৎপাদন করতে হবে যা দ্বারা সময়মত ঋণ পরিশোধ নিশ্চিত হবে।
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
বাণিজ্যিক আবাসন ঋণ
নির্মান এসএমই ঋণ
নির্মাণ এসএমই ঋণ সেবা কি?
নির্মান একটি সমান মাসিক কিস্তি ভিত্তিক ঋণ সুবিধা যার মাধ্যমে আবাসিক সুবিধা বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের
সংস্কারের এবং / অথবা উদ্দেশ্যে জন্য অর্থায়ন সুবিধা প্রদান করে।
নির্মান এসএমই ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি বাণিজ্যিক আবাসন/হাউজিং ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
বাণিজ্যিক যানবাহন ঋণ সেবা
বাহন এসএমই ঋণ
বাহন এসএমই ঋণ কি?
আপনি যদি ব্যবসায়িক কার্যে ব্যবহার করার জন্যে নতুন বা ব্যবহৃত যানবাহন কিনতে চান – তবে আর দেরী না করে
আমাদের বিশেষায়িত ঋণ সেবা বাহন গ্রহণ করে আপনার প্রয়োজন পূরণ করুন।
বাহন এসএমই ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি বাহন এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
সম্পূর্ণ সুরক্ষিত উপযোগী ঋণ সেবা
সহজ এসএমই ঋণ
সহজ এস এম ই ঋণ কি?
সহজ কোন ছোট ও মাঝারি শিল্প ভিত্তিক ব্যবসায়িক উদ্যোগের জন্য ঋণ সুবিধা যেখানে রয়েছে ফিক্সড ডিপোজিট (এফ
ডি আর), ডিপোজিট পেনশন / প্রিমিয়াম স্কিম (ডি পি এস) এবং ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড (ডব্লিউ ই ডি বি)
সুবিধা সমূহ। এখন আপনার যাবতীয় জরুরী নগদ প্রয়োজনীয়তা সহজেই এবং সুবিধামত পূরণ করুন।
সহজ ঋণ সেবার বৈশিষ্ট্য সমূহঃ
আমি কি উপযুক্ত?
আপনার ব্যবসায় নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করে আপনি সহজ এসএমই ঋণ অর্জনের জন্য উপযুক্ত হতে পারবেন:
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
BRAC Bank- স্বাবলম্বী
রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের জন্য বিশেষ ঋণ সুবিধা
কী পাচ্ছেন “স্বাবলম্বী” তে?
১২ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত সময়সীমার মধ্যে ২ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা
রেমিটেন্স উপার্জনকারীর যোগ্যতা:
ঋণ সুবিধা পেতে আগ্রহী হলে নিচের অংশটি পূরণ করুন-
সঞ্চয় সেবা সমূহ
প্রাপ্তি কারেন্ট একাউন্ট
প্রাপ্তি একটি ইন্টারেস্ট প্রদানকারী কারেন্ট একাউন্ট যা আপনার এসএমই ব্যবসার জন্য প্রযোজ্য। এই বিসনেস একাউন্ট আপনার ডেইলি ব্যালেন্স এর উপর ইন্টারেস্ট প্রদান করে এবং দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাদ্ধমে আপনার ব্যবসায়িক লেনদেন করে সহজ।
উপযুক্ততাঃ
যে কোন ধরণের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ( যেমন – একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও/ প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য)
প্রাপ্তি কারেন্ট একাউন্ট সেবার বৈশিষ্ট্য সমূহঃ
- ইন্টারেস্ট প্রদানকারী একমাত্র এসএমই কারেন্ট একাউন্ট
- মাত্র ৫,০০০ তাকাই একাউন্ট খোলা যায়
- প্রতি ৬ মাস পরপর একাউন্ট স্টেটমেন্ট পৌঁছে যাবে গ্রাহকের কাছে
- ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং এবং ডেবিট কার্ড সুবিধা
- দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাদ্ধমে ব্যাংকিং সুবিধা উপভোগ করার সুযোগ
আমি কিভাবে আমার হিসাব বিবরণী পেতে পারি?
প্রতি ছয় মাসে আপনার ঠিকানায় আপনার হিসাবের বিবরণী পাঠিয়ে দেয়া হবে।
ফি এবং চার্জ সমূহ:
অর্ধ বার্ষিক একাউন্ট মেইনটেনেন্স ফি | ৩০০ টাকা (+ভ্যাট) |
বার্ষিক ডেবিট কার্ড ফি | ৬০০ টাকা (+ভ্যাট) |
মহিলা প্রাপ্তি একাউন্ট হোল্ডার হলে তারা বিসনেস ডেবিট কার্ড দেয়া হবে এবং বার্ষিক চার্জ হবে ৫০০ টাকা (+ভ্যাট) | |
প্রথম চেক বই ফি (২৫ পাতা) | ২৫০ টাকা+(ভ্যাট) |
দ্বিতীয় চেক বই ফি |
|
আন্তঃ / অন্তঃ শহরীয় ফি | চার্জ তফসীল অনুযায়ী |
এস এম এস ব্যাংকিং | ২০০ টাকা (+ভ্যাট) |
ইন্টারনেট ব্যাকিং | ফ্রি |
স্টেটমেন্ট সাইকেল | অর্ধ-বার্ষিক |
ই - স্টেটমেন্ট | ফ্রি |
সরকারি টেক্স (এক্সসাইস ডিউটি) | সরকারী নীতিমালা অনুসারে |
স্বাধীন কারেন্ট একাউন্ট
স্বাধীন একটি "শুল্ক এবং সুদ মুক্ত" কারেন্ট একাউন্ট যা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই একাউন্ট এ প্রয়োজনীয় গড় ব্যালেন্স বজায় রাখলে ব্যাংকিং চার্জ মওকুফ হয়।
উপযুক্ততাঃ
যে কোন ধরণের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ( যেমন – একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও/ প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য)
স্বাধীন কারেন্ট একাউন্ট এর বিশেষ বৈশিষ্ট সমূহ:
- একাউন্টটি মাত্র ১,০০০/= প্রাথমিক ব্যালেন্স দিয়ে খোলা হয়।
- স্বাধীন কারেন্ট একাউন্ট এ ২৫,০০০/= গড় ব্যালেন্স বজায় রাখলে অর্ধ বার্ষিক একাউন্ট মেইনটেনেন্স ফি, বার্ষিক ডেবিট কার্ড ফি এবং চেক বই ফি মওকুফ করা হয়
- যেকোনো পরিমান টাকা জমার ক্ষেত্রে এবং ১ লক্ষ টাকার নিম্নে পর্যন্ত উত্তোলনের ক্ষেত্রে কোনো আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি নেই
- এস এম এস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ই-স্টেটমেন্ট একদম ফ্রি
হিসাব বিবরণী
হিসাব বিবরণীর হার্ড কপিটি প্রতি ছয় মাসে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এবং সফট কপিটি গ্রাহককে ইমেল করা হবে।
ফি এবং চার্জ সমূহ:
অর্ধ বার্ষিক একাউন্ট মেইনটেনেন্স ফি |
|
ডেবিট কার্ড (বার্ষিক) |
|
প্রথম চেক বই ফি (২৫ পাতা) | ২৫০ টাকা+(ভ্যাট) |
দ্বিতীয় চেক বই ফি |
|
আন্তঃ / অন্তঃ শহরীয় ফি |
|
এস এম এস ব্যাংকিং | ফ্রি |
ইন্টারনেট ব্যাকিং | ফ্রি |
ই - স্টেটমেন্ট | ফ্রি |
স্টেটমেন্ট সাইকেল | অর্ধ-বার্ষিক |
সরকারি টেক্স (এক্সসাইস ডিউটি) | সরকারী নীতিমালা অনুসারে |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি |
টাকা জমা:
যেকোনো পরিমান : ফ্রি টাকা উত্তোলন: ১ লক্ষ টাকা পর্যন্ত : ফ্রি |
প্রাচুর্য ফিক্সড ডিপোজিট
“প্রাচুর্য” ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ের জন্যে একটি আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট। সর্বনিম্ন ১,০০,০০০ টাকা দ্বারা বৈধ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট সম্বলিত যে কোন ব্যবসা প্রতিষ্ঠান এই হিসাব খুলতে পারেন।
উপযুক্ততাঃ
- যে কোন ধরণের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ( যেমন – একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও/ প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য)
প্রাচুর্য ফিক্সড ডিপোজিট সেবার বৈশিষ্ট্য সমূহঃ
- জমাকৃতফিক্সড ডিপোজিট এর বিপরীতে লোন এবং ওভারড্রাফট সুবিধা আছে
- প্রি-এনক্যাশমেন্ট এর ক্ষেত্রে কোন ফি প্রযোজ্য নয়
- উপার্জিত আয়ের উপর সরকারী কর ও শুল্ক ব্যতীত আর কোন ফি নেই
- মাত্র ১০০,০০০ টাকা দিয়া ফিক্সড ডিপোজিট খোলার সুযোগ
আমাদের সমগ্র দেশে ১৮৬ শাখা, ৪৫০-এরও বেশী এটিএম বুথ এবং ৪৫৭টি এস এম ই ইউনিট অফিস রয়েছে।
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
সঞ্চয় ডিপিএস
ব্র্যাক ব্যাংক নিয়ে এসেছে "সঞ্চয় ডিপিএস" যা আপনাকে দিচ্ছে প্রতি মাসে মাসে ব্যবসার নামে সঞ্চয় করার সুযোগ এবং ম্যাচুরিটি তে আকর্ষণীয় ইন্টারেস্ট।
উপযুক্ততাঃ
- যে কোন ধরণের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ( যেমন – একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও/ প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য)
সঞ্চয় ডিপিএস সেবার বৈশিষ্ট্য সমূহঃ
- সর্বনিম্ন ৫০০ টাকা মাসিক কিস্তি
- জমাকৃত ডিপিএস এর বিপরীতে লোন এবং ওভারড্রাফট সুবিধা আছে
- ১ বছর থেকে ১০ বছর মেয়াদী
- প্রি-এনক্যাশমেন্ট এর ক্ষেত্রে কোন ফি প্রযোজ্য নয়
- উপার্জিত আয়ের উপর সরকারী কর ও শুল্ক ব্যতীত আর কোন ফি নেই
আমাদের সমগ্র দেশে ১৮৬ শাখা, ৪৫০-এরও বেশী এটিএম বুথ এবং ৪৫৭টি এস এম ই ইউনিট অফিস রয়েছে।
অনুসন্ধান
বিস্তারিত জানতে ১৬২২১ নম্বরে আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার সেবায় যোগাযোগ করুন অথবা আমাদের ই-মেইল করুন -
[email protected] এই ঠিকানায়।
প্রথম কারেন্ট একাউন্ট
প্রথম কারেন্ট একাউন্ট এসএমই ব্যবসায়িদের জন্য একটি নতুন রিটেল কারেন্ট একাউন্ট। এটি একটি ইন্টারেস্ট প্রদানকারী কারেন্ট একাউন্ট এবং যেকোনো পুরুষ ব্যবসায়ী যিনি কোনো নতুন ব্যবসা, অনলাইন ব্যবসা অথবা ছোট ব্যবসার মালিক সে এই একাউন্ট টি খুলতে পারবে। এই একাউন্ট টি খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই।
উপযুক্ততাঃ
- যেকোনো ১৮ থেকে ৬৫ বয়সী বাংলাদেশী পুরুষ এসএমই ব্যবসায়ী (যেমন একক মালিকানা, অংশীদারিত্ব, বেসরকারী লিমিটেড সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও / প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য ব্যবসার মালিক) এই একাউন্ট খুলতে পারবে।
প্রথম একাউন্ট এর বিশেষ বৈশিষ্ট সমূহ:
- এটি একটি ইন্টারেস্ট প্রদানকারী পার্সোনাল কারেন্ট একাউন্ট
- প্রথম একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নাই
- মাত্র ৫০০ টাকা দিয়ে একাউন্ট খোলার সুযোগ
- ডেবিট কার্ড ইস্যুয়েন্স চার্জ নেই
- ডেবিট কার্ড দিয়ে অন্য যেকোনো ব্যাংক এর এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে বিশেষ ছাড়
- ফ্রি এসএমএস এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
হিসাব বিবরণী:
মেইনটেনেন্স ফী (অর্ধ বার্ষিক) |
৩০০ টাকা (+ভ্যাট) |
ডেবিট কার্ড ইস্যুয়েন্স ফি | ফ্রি |
ডেবিট কার্ড বার্ষিক ফি |
বার্ষিক ১০,০০০ টাকা গড় ব্যালেন্স বজায় রাখলে ডেবিট কার্ড এর বার্ষিক চার্জ মৌকুফ হবে গড় ব্যালেন্স বজায় না রাখলে ডেবিট কার্ড বার্ষিক ফী বাবদ ৬০০ টাকা করে চার্জ হবে |
চেক বই |
২৫, ৫০ এবং ১০০ পাতার চেক বই আছে চেক বই এর প্রতি পাতার জন্য ১০ টাকা (+ভ্যাট) করে চার্জ প্রযোজ্য |
এম এস ব্যাংকিং |
ফ্রি |
ইন্টারনেট ব্যাংকিং |
ফ্রি |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা জমা) |
২০,০০০ টাকার নিচে: ৫০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার নিচে: ১০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার নিচে: ২০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার নিচে: ৩০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার নিচে: ৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকার নিচে: ১,০০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০ লক্ষ টাকা থেকে এবং তার বেশি: ১,৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা উত্তোলন) |
২০,০০০ টাকার নিচে: ৫০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার নিচে: ১০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার নিচে: ২০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার নিচে: ৩০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার নিচে: ৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকার নিচে: ১,০০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০ লক্ষ টাকা থেকে এবং তার বেশি: ১,৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত |
তারা প্রথম কারেন্ট একাউন্ট
তারা প্রথম কারেন্ট একাউন্ট এসএমই ব্যবসায়িদের জন্য একটি নতুন রিটেল কারেন্ট একাউন্ট। এটি একটি ইন্টারেস্ট প্রদানকারী কারেন্ট একাউন্ট এবং যেকোনো মহিলা ব্যবসায়ী যিনি কোনো নতুন ব্যবসা, অনলাইন ব্যবসা অথবা ছোট ব্যবসার মালিক সে এই একাউন্ট টি খুলতে পারবে। এই একাউন্ট টি খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই।
উপযুক্ততাঃ
- যেকোনো ১৮ থেকে ৬৫ বয়সী বাংলাদেশী মহিলা এসএমই ব্যবসায়ী (যেমন একক মালিকানা, অংশীদারিত্ব, বেসরকারী লিমিটেড সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও / প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য ব্যবসার মালিক) এই একাউন্ট খুলতে পারবে।
প্রথম একাউন্ট এর বিশেষ বৈশিষ্ট সমূহ:
- এটি একটি ইন্টারেস্ট প্রদানকারী পার্সোনাল কারেন্ট একাউন্ট
- প্রথম একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নাই
- মাত্র ৫০০ টাকা দিয়ে একাউন্ট খোলার সুযোগ
- ডেবিট কার্ড ইস্যুয়েন্স চার্জ নেই
- ডেবিট কার্ড দিয়ে অন্য যেকোনো ব্যাংক এর এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে বিশেষ ছাড়
- ফ্রি এসএমএস এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা
হিসাব বিবরণী:
মেইনটেনেন্স ফী (অর্ধ বার্ষিক) |
৩০০ টাকা (+ভ্যাট) |
ডেবিট কার্ড ইস্যুয়েন্স ফি | ফ্রি |
ডেবিট কার্ড বার্ষিক ফি |
বার্ষিক ১০,০০০ টাকা গড় ব্যালেন্স বজায় রাখলে ডেবিট কার্ড এর বার্ষিক চার্জ মৌকুফ হবে গড় ব্যালেন্স বজায় না রাখলে ডেবিট কার্ড বার্ষিক ফী বাবদ ৫০০ টাকা করে চার্জ হবে |
চেক বই |
২৫, ৫০ এবং ১০০ পাতার চেক বই আছে চেক বই এর প্রতি পাতার জন্য ১০ টাকা (+ভ্যাট) করে চার্জ প্রযোজ্য |
এম এস ব্যাংকিং |
ফ্রি |
ইন্টারনেট ব্যাংকিং |
ফ্রি |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা জমা) |
২০,০০০ টাকার নিচে: ৫০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার নিচে: ১০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার নিচে: ২০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার নিচে: ৩০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার নিচে: ৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকার নিচে: ১,০০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০ লক্ষ টাকা থেকে এবং তার বেশি: ১,৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা উত্তোলন) |
২০,০০০ টাকার নিচে: ৫০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার নিচে: ১০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার নিচে: ২০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার নিচে: ৩০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার নিচে: ৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকার নিচে: ১,০০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত ২০ লক্ষ টাকা থেকে এবং তার বেশি: ১,৫০০ টাকা (+ভ্যাট) পর্যন্ত |
তারা উদ্যোক্তা একাউন্ট
যে কোন ধরণের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ( যেমন – একক মালিকানাধীন ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও/ প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য) যার অন্তত ৫১% মালিকানা নারীর নামে
উপযুক্ততাঃ
যে কোনও ধরনের সংস্থা (যেমন একক মালিকানা, অংশীদারিত্ব, বেসরকারী লিমিটেড সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও / প্রকল্প, সমবায় সমিতি এবং অন্যন্য) যার অন্তত ৫১% মালিকানা নারীর নামে।
তারা উদ্যোক্তা একাউন্ট এর বিশেষ বৈশিষ্ট সমূহ:
- ১,০০০ টাকা দিয়ে একাউন্ট খোলার সুযোগ
- ইন্টারেস্ট প্রদানকারী কারেন্ট একাউন্ট
- POS মেশিন এর "মার্চেন্ট সার্ভিস রেট" এর উপর বিশেষ ছাড়
- ইন্টারসিটি চার্জ নেই
- ডেবিট কার্ড ইস্যুয়েন্স চার্জ নেই
- কার্ড দিয়ে প্রথম ক্রয়ের উপর ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
- মূল্যে হেলথ ইন্সুরেন্স সুবিধা উপভোগ করার সুযোগ
- কার্ড এর সাথে থাকছে লাইফস্টাইল ব্র্যান্ডস এর ওয়েলকাম ভাউচার
- লিগাল ডকুমেন্ট প্রস্তুতি এবং নবায়ন এর ক্ষেত্রে সহায়তা
- ট্রেনিং এ অংসগ্রহণের সুযোগ
- ইভেন্ট এর মাদ্ধমে নিজের ব্যবসা এবং পণ্য প্রচার করার সুযোগ
হিসাব বিবরণী:
মেইনটেনেন্স ফী (অর্ধ বার্ষিক) |
৩০০ টাকা (+ভ্যাট) |
প্রথম চেক বই | ২৫০ টাকা (+ভ্যাট) |
দ্বিতীয় চেক বই |
২৫ পাতার চেক বই ফ্রি যদি আগের মাসের গড় ব্যালেন্স ৫০,০০০ টাকা বা তার বেশি হয় গড় ব্যালেন্স বজায় রাখার জন্য এক মাসে কেবল একটি ফ্রি চেক বই দেয়া হবে গড় ব্যালেন্স থাকলেও ৫০ এবং ১০০ পাতার চেক বই এর উপর চার্জ প্রযোজ্য হবে |
মাসে ৫০,০০০ টাকা গড় ব্যালেন্স বজায় না রাখলে চেক বই এর প্রতি পাতার জন্য ১০ টাকা (+ভ্যাট) করে চার্জ হবে মানে ২৫ পাতার জন্য ২৫০ টাকা (+ভ্যাট), ৫০ পাতার জন্য ৫০০ টাকা (+ভ্যাট) এবং ১০০ পাতার জন্য ১,০০০ টাকা (+ভ্যাট) প্রযোজ্য হবে |
|
এম এস ব্যাংকিং | ৩০০ টাকা (+ভ্যাট) |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা জমা) |
ফ্রি |
আন্তঃ / অন্তঃ শহরীয় অনলাইন ব্যাংকিং ফি (টাকা উত্তোলন) |
ফ্রি |
ডেবিট কার্ড (বার্ষিক) |
ডেবিট কার্ড ইসু করতে কোনো টাকা লাগবে না দ্বিতীয় বছর থেকে ৫০০ টাকা (+ভ্যাট) বার্ষিক ফী প্রযোজ্য হবে |
ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ |
৫০০ টাকা (+ভ্যাট) অন্য কোনো ব্র্যাক ব্যাংক ডেবিট কার্ড রিপ্লেস করে তারা বিসনেস ডেবিট কার্ড নিলে কোনো রিপ্লেসমেন্ট চার্জ প্রযোজ্য হবে না |
Thu, Jan 26, 2023 10:05 AM
Currency | Buying | Selling |
---|---|---|
USD | 102.0000 | 104.5500 |
EUR | 111.4922 | 115.1059 |
GBP | 126.6086 | 130.8106 |