আপনি কি আমাদের ক্যাম্পেইন চলাকালীন লোন নিতে আগ্রহী? তবে নিম্নোক্ত তথ্য গুলো প্রদান করুন।

আপনার ব্যবসার ঠিকানাঃ


ব্র্যাক ব্যাংক SME ক্যাম্পেইন ২০২৫ সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

১। বিশেষ ইন্টারেস্ট রেট কত?

১৩.৭৫% (জামানতবিহীন এসএমই লোন)


২। বিশেষ ইন্টারেস্ট রেট এর সময়কাল কখন?

১লা আগস্ট থেকে ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ঋণ গ্রহণে এই সুবিধা প্রযোজ্য


৩। কারা পাবেন এই বিশেষ সুবিধা?

সম্মানিত সকল সিএমিএসএমই গ্রাহক যারা ব্যবসায়িক লোন এর জন্য উপযুক্ত


৪। কোন ধরণের লোন এর জন্য এই রেট প্রযোজ্য?

সকল জামানতবিহীন এসএমই লোন এর জন্য


৫। এই ইন্টারেস্ট রেটের সাথে আরও কোনো সুবিধা আছে কি?

অতিরিক্ত ছাড়ে মাত্র ১৩.৫০% ইন্টারেস্ট রেটে লোন সুবিধা পাবেনঃ

  • ব্র্যাক ব্যাংকের এসএমই কারেন্ট অ্যাকাউন্ট এ নিয়মিত লেনদেন করা গ্রাহকেরা (Transacting Customer)
  • অন্য ব্যাংক হতে ব্র্যাক ব্যাংকে টেকওভার করা এসএমই লোন গ্রাহকেরা

৬। সিকিউরড বা জামানতসহ লোনের ক্ষেত্রে কি কোনো ইন্টারেস্ট সুবিধা পাওয়া যাবে?

  • জামানতসহ লোনের জন্যে ১৩.০০%

তবে এছাড়াও নিম্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত ইন্টারেস্ট রেট সুবিধা প্রদত্ত হবেঃ

  • সর্বনিম্ন ১২.৫০% ইন্টারেস্ট রেট সুবিধা, ব্র্যাক ব্যাংকের এসএমই কারেন্ট অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন করা গ্রাহকদের জন্যে (Transacting Customer)
  • সর্বনিম্ন ১২.০০% ইন্টারেস্ট রেট সুবিধা অন্য ব্যাংক হতে লোন টেকওভার হলে

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৬২২১ এ