- ১। আগামী Personal Loan কারা নিতে পারবেন?
উত্তরঃ দেশে/বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র শিক্ষার্থীদের অভিভাবকরা এই লোন নিতে পারবেন।
-
- ২। কোন ধরণের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য এই লোন সুবিধাটি পাওয়া যাবে?
উত্তরঃ বাংলাদেশের ক্ষেত্রে UGC অনুমোদিত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের জন্য এই লোন সুবিধাটি পাওয়া যাবে।
-
- ৩। আমি আগামী পারসোনাল লোন নিলে কি কি সুবিধা পেতে পারি?
উত্তরঃ
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নইচ্ছুক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি এবং যাবতীয় আনুষঙ্গিক খরচ বহনের জন্য এই লোন ;
- শিক্ষার্থীর সেমিস্টারের ভিত্তিতে ৩/৪/৬/১২ মাসের ব্যবধানে একাধিক ধাপে লোন disbursement সুবিধা ;
- সহজ কিস্তিতে লোন পরিশোধের সু্যোগ ।
-
- ৪। সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আগামী পারসোনাল লোন নেয়া যায়?
উত্তরঃ
- শিক্ষার্থীর টিউশন ফি এর সর্বোচ্চ ১৩০% পর্যন্ত লোন নিতে পারবেন। লোনের পরিমাণঃ ১ লক্ষ – ২০ লক্ষ টাকা পর্যন্ত।
- ধরুন, শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি ১০ লক্ষ টাকা। সেক্ষেত্রে ১৩ লক্ষ টাকা পর্যন্ত (টিউশন ফি এর ১৩০%) আপনি এই লোনটি নিতে পারবেন।
-
- ৫। কতগুলো ধাপে disbursement এর জন্য আবেদন করতে পারবো?
উত্তরঃ সর্বোচ্চ ১২টি ধাপে এ লোনের disbursement আবেদন করা যাবে।
-
- ৬। লোনের মেয়াদ সর্বোচ্চ কত বছর?
উত্তরঃ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত লোন পরিশোধের সুযোগ পাবেন।
-
- ৭। লোনের আবেদন করতে মাসিক আয় কত হতে হবে?
উত্তরঃ সর্বনিম্ন আয় ২০,০০০ টাকা হতে হবে (শর্ত প্রযোজ্য)
-
- ৮। লোনের আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন?
- উত্তরঃ
আবেদনকারী
|
গ্যারান্টর
|
জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি
|
জাতীয় পরিচয়পত্রের-এর ফটোকপি
|
পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি
|
পাসপোর্ট সাইজ ছবি – ১ কপি
|
ই-টিন
|
ভিজিটিং কার্ড (যদি থাকে)
|
অ্যাপয়েন্টমেন্ট লেটার/ পে-স্লিপ / স্যালারি সার্টিফিকেট
|
|
ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
|
|
অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
|
|
- ৯। Phase disbursement বলতে কি বুঝায়? একাধিক ধাপে লোন disbursement এর নিয়মকানুনগুলো কি কি?
উত্তরঃ
- Phase Disbursement বলতে বুঝায় লোন অনুমোদন (Approval) পাওয়ার পর লোনটি একযোগে disburse না হয়ে যখন একাধিক ধাপে disburse হয়।
- আগামী লোনের ক্ষেত্রে, আবেদনকৃত লোনটি একযোগে অনুমোদিত হয়ে, গ্রাহকের দেওয়া Phase Disbursement Schedule অনুসারে disburse করা হবে।
- প্রতি ধাপের ব্যবধান ৩/৪/৬/১২ মাস হতে পারবে এবং সকল ধাপের সময়কাল (Phase Duration) সমান হবে
- মাসিক কিস্তির পরিমাণ ঋণের প্রতি ধাপ disbursement এর সাথে পরিবর্তনশী
- গ্রাহকের নির্দেশনার ভিত্তিতে অনুমোদিত লোনের যাবতীয় ফি এবং চার্জ ঋণের প্রথম ধাপ disbursement এর সময় কেটে নেয়া হবে।
- ১০। আমার ছেলে/মেয়ের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চলাকালীন সময়ে কি লোনের আবেদন করা যাবে?
উত্তরঃ পড়ালেখা চলাকালীন সময়ে লোনের আবেদন করা যাবে। এক্ষেত্রে নিম্নে উল্লেখিত নিয়মগুলো প্রযোজ্য হবেঃ
- (৪ মাসের সেমিস্টারের এর ক্ষেত্রে) সর্বশেষ ধাপ Disbursement এর পর লোন পরিশোধের জন্য অতিরিক্ত ১৬ মাস সময় পাবেন
- (৬ মাসের সেমিস্টারের এর ক্ষেত্রে) সর্বশেষ ধাপ Disbursement এর পর লোন পরিশোধের জন্য অতিরিক্ত ১৮ মাস সময় পাবেন
১১। আমার ছেলে/মেয়ের বর্তমানে বিদেশে অধ্যয়নরত। আমি তার কাছে লোনের টাকাটি কিভাবে পাঠাতে পারি?
উত্তরঃ ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ফাইল সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীর কাছে দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন।
|