NRB হোম লোন

প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করেই ব্র্যাক ব্যাংক ‘‘NRB হোম লোন’’ নামে একটি নতুন ঋণ সুবিধা চালু করেছে। সহজ শর্তে লোন গ্রহণ করে নিজের জমিতে সেমি পাকা বাড়ি অথবা স্বপ্নের একটা নীড় অথবা প্রাণের শহরে নিজের একটা ফ্ল্যাট বাড়ি সবই হবে সত্যি এখন ব্র্যাক ব্যাংক NRB হোম লোনের মাধ্যমে।

NRB হোম লোন’ কারা নিতে পারবে

  • অনুমোদিত চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স উপার্জনকারী
  • প্রবাসী বাংলাদেশীদের পরিবারের যেকোন সদস্যের রেমিট্যান্স গ্রহণকারী* [স্ত্রী, পিতামাতা, পুত্র ও কন্যা]।
  • বিদেশে বৈধ চাকরি বা ব্যবসা করছেন
  • *যদি ভাইবোন যৌথ সম্পত্তির মালিক হন এবং ঋণের আবেদনকারী/সহ-আবেদনকারী হন, সেক্ষেত্রে রেমিট্যান্স আয় বিবেচনা করা হবে।

বিস্তারিত জানতে ফোন করুন ২৪/৭ কল সেন্টার ১৬২২১ নম্বরে অথবা ভিজিট করুন নিকটবর্তী ব্র‍্যাক ব‍্যাংক ব্রাঞ্চে।