ব্র্যাক ব্যাংক রেমিটেন্স ঈদ ক্যাম্পেইন ২০২৫
শর্তাবলি
১। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্যাম্পেনটি ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে।
২। ক্যাম্পেইন চলাকালীন সরাসরি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রেমিটেন্স গ্রহণ করতে হবে। যেকোনো অনুমোদিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আসা রেমিটেন্স (ক্যাশ পিকআপ/গোপন নম্বর এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স) যেকোনো ব্র্যাক ব্যাংক শাখা/উপশাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রহণ করতে হবে।
৩। সুইফট (SWIFT)-এর মাধ্যমে পাঠানো রেমিটেন্স ক্যাম্পেইনে পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
৪। ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক যতবার খুশি ততবার রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহক এর গ্রহণ করা সর্বমোট রেমিট্যান্স এর পরিমাণ পুরস্কার এর জন্য বিবেচ্য হবে।
সাপ্তাহিক পুরস্কার:
৫। প্রতি সপ্তাহে (৪ সপ্তাহ পর্যন্ত) শীর্ষ ১০ জন রেমিটেন্সগ্রহীতা পুরস্কার পাবেন, যেখানে থাকবে:
- ব্র্যাক ব্যাংক শাখা থেকে শীর্ষ ৫ জন রেমিটেন্সগ্রহীতা।
- ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে শীর্ষ ৫ জন রেমিটেন্সগ্রহীতা।
৬। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক কেবল একবারই সাপ্তাহিক পুরস্কার জিততে পারবেন।
দ্বি-সাপ্তাহিক (প্রতি দুই সপ্তাহে) মেগা পুরস্কার:
৭। সাপ্তাহিক পুরস্কারের পাশাপাশি সর্বমোট আট (৮) জন সর্বোচ্চ রেমিটেন্সগ্রহীতা দ্বি-সাপ্তাহিক পুরস্কার পাবেন।
৮। প্রথম দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো শাখা থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি এয়ার কন্ডিশনার।
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো এজেন্ট আউটলেট থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি ফ্রিজ।
৯। দ্বিতীয় দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো শাখা থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি ওয়াটার পিউরিফায়ার।
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো এজেন্ট আউটলেট থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি মাইক্রোওয়েভ ওভেন।
১০। তৃতীয় দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো শাখা থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি ফ্রিজ।
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো এজেন্ট আউটলেট থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি এয়ার কন্ডিশনার।
১১। চতুর্থ দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো শাখা থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি মাইক্রোওয়েভ ওভেন।
- ব্র্যাক ব্যাংক এর যেকোনো এজেন্ট আউটলেট থেকে শীর্ষ একজন গ্রাহক পাবেন একটি ওয়াটার পিউরিফায়ার।
১২। দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে একজন গ্রাহককে অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে কমপক্ষে ২ লাখ টাকার রেমিটেন্স গ্রহণ করতে হবে।
১৩। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক কেবল একবারই দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার জিততে পারবেন।
গ্র্যান্ড পুরস্কার:
১৪। ক্যাম্পেইন শেষে একজন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী গ্রাহক (ব্র্যাক ব্যাংক এর যেকোনো শাখা অথবা এজেন্ট আউটলেট) গ্র্যান্ড পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল জিতবেন।
১৫। গ্র্যান্ড পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে একজন গ্রাহককে অবশ্যই ক্যাম্পেন চলাকালীন সময়ের মধ্যে কমপক্ষে ৫ লাখ টাকার রেমিটেন্স গ্রহণ করতে হবে।
অন্যান্য শর্তাবলি:
১৬। একজন সাপ্তাহিক পুরস্কার বিজয়ী দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার এবং গ্র্যান্ড পুরস্কারের জন্যও বিবেচিত হতে পারেন।
১৭। একজন দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার বিজয়ী গ্র্যান্ড পুরস্কারের জন্যও বিবেচিত হতে পারেন।
১৮। ব্র্যাক ব্যাংক যেকোনো লেনদেনের সত্যতা যাচাই করার অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে কোনো প্রতারণামূলক কার্যকলাপ পাওয়া গেলে রেমিটেন্স সুবিধাভোগীকে পুরস্কার এর জন্য অযোগ্য বিবেচনা করা হবে।
১৯। বিজয়ীদের সাথে ব্র্যাক ব্যাংক তাঁদের অ্যাকাউন্টে দেওয়া তথ্যের মাধ্যমে যোগাযোগ করবে।
২০। বিজয়ী নির্বাচনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২১। পুরস্কার অন্যের নামে ট্রান্সফার কিংবা নগদ টাকায় রূপান্তর করা যাবে না। তবে, কোনো মনোনীত ব্যক্তি প্রকৃত বিজয়ীর হয়ে পুরস্কার গ্রহণ করতে পারবেন।
২২। ব্র্যাক ব্যাংক কোনোপ্রকার পূর্ববিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো সময় এই ক্যাম্পেইনটি পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
ব্র্যাক ব্যাংক রেমিটেন্স ঈদ ক্যাম্পেইন ২০২৫ সম্পর্কিত
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
১। ক্যাম্পেইনটি কতদিন চলবে?
ক্যাম্পেইনটি ১৮ মে ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে।
২। গ্রাহকরা কখন পুরস্কার পাবেন?
প্রতি সপ্তাহ শেষে পরবর্তী সপ্তাহের মধ্যে বিজয়ী গ্রাহকদের সাপ্তাহিক পুরস্কার (উইকলি রিওয়ার্ড) প্রদান করা হবে। প্রতি দুই সপ্তাহ সময় শেষে পরবর্তী সপ্তাহের মধ্যে দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার (বাই-উইকলি মেগা রিওয়ার্ড) দেওয়া হবে। ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে গ্র্যান্ড পুরস্কার দেওয়া হবে।
৩। গ্র্যান্ড পুরস্কার কে পাবেন?
ক্যাম্পেইন চলাকালীন ব্র্যাক ব্যাংকের যে অ্যাকাউন্টহোল্ডার/রেমিটেন্স ক্যাশ পিকআপ গ্রাহক সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করবেন, তিনিই গ্র্যান্ড পুরস্কার পাবেন।
গ্রাহককে অবশ্যই ক্যাম্পেইন চলাকালীন সরাসরি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসা রেমিটেন্স গ্রহণ করতে হবে এবং যেকোনো অনুমোদিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে আসা রেমিটেন্স যেকোনো ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে নগদ উত্তোলন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক যতবার, খুশি ততবার রেমিটেন্স গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহকের মোট রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
৪। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক কি একাধিক পুরস্কার জিততে পারবেন?
হ্যাঁ, একজন গ্রাহক একাধিক পুরস্কার জিততে পারবেন। একজন সাপ্তাহিক পুরস্কার (উইকলি রিওয়ার্ড) বিজয়ী গ্রাহক দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার (বাই-উইকলি মেগা রিওয়ার্ড) এবং গ্র্যান্ড পুরস্কারের জন্যও বিবেচিত হতে পারেন। একজন দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার বিজয়ী গ্র্যান্ড পুরস্কারের জন্যও বিবেচিত হতে পারেন। কিন্তু, ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক কেবল একবারই একই ক্যাটাগরির পুরস্কার জিততে পারবেন।
৫। কী ধরনের রেমিটেন্স এই ক্যাম্পেইনের আওতাভুক্ত?
প্রবাসী কর্তৃক দেশে পরিবারের ভরণপোষণের জন্য পাঠানো ওয়েজ আর্নার্স রেমিটেন্স এই ক্যাম্পেইনের আওতাভুক্ত।
৬। এই ক্যাম্পেইনের পুরস্কারগুলো কী কী?
সাপ্তাহিক পুরস্কার: সাপ্তাহিক পুরস্কার হিসেবে থাকছে মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড এবং গিফট কুপন।
দ্বি-সাপ্তাহিক পুরস্কার: সাপ্তাহিক পুরস্কারের পাশাপাশি সর্বমোট আট (৮) জন সর্বোচ্চ রেমিটেন্সগ্রহীতা দ্বি-সাপ্তাহিক পুরস্কার পাবেন।
ক্রমিক নম্বর
|
দ্বি-সাপ্তাহিক পুরস্কার হিসেবে থাকছে
|
ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা/ উপশাখা থেকে
|
ব্র্যাক ব্যাংকের যেকোনো এজেন্ট আউটলেট থেকে
|
i
|
এয়ার-কন্ডিশনার
|
একটি
|
একটি
|
ii
|
ফ্রিজ
|
একটি
|
একটি
|
iii
|
ওয়াটার পিউরিফায়ার
|
একটি
|
একটি
|
iv
|
মাইক্রোওয়েভ ওভেন
|
একটি
|
একটি
|
গ্র্যান্ড প্রাইজ: পুরো ক্যাম্পেইনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী একজন গ্রাহক (ব্র্যাক ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে) গ্র্যান্ড পুরস্কার হিসেবে একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতবেন।
৭। পুরস্কারের জন্য সর্বোচ্চ কত টাকা রেমিটেন্স পাঠাতে হবে?
দ্বি-সাপ্তাহিক মেগা পুরস্কার এবং চূড়ান্ত মেগা পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে একজন গ্রাহককে অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে কমপক্ষে ২ লাখ টাকার রেমিটেন্স গ্রহণ করতে হবে। গ্র্যান্ড পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে একজন গ্রাহককে অবশ্যই উল্লিখিত সময়ের মধ্যে কমপক্ষে ৫ লাখ টাকার রেমিটেন্স গ্রহণ করতে হবে।
|