Frequently Asked Questions of Second Hand Car Financing
১/ সেকেন্ড হ্যান্ড গাড়ি কী?
নতুন অথবা রিকন্ডিশন্ড গাড়ি বাংলাদেশে আমদানি করার পর রেজিস্ট্রেশন করা হলে, সেই গাড়িটি পরবর্তীতে বিক্রির সময় সেকেন্ড হ্যান্ড বা রেজিস্টার্ড গাড়ি হিসেবে বিবেচনা করা হয়।

২/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং কী?
সেকেন্ড হ্যান্ড বা রেজিস্টার্ড গাড়ি কিনতে ব্র্যাক ব্যাংকের অটো লোন সুবিধাকে বলা হয় ‘সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং’।

৩/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্য কী কী?
  • গাড়ির মূল্যের ৫০% পর্যন্ত লোন সুবিধা (সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা)
  • সর্বোচ্চ ৬ বছরের মধ্যে লোন পরিশোধের সুযোগ
  • জাপানিজ, ইউরোপিয়ান এবং আমেরিকান যেকোনো ব্র্যান্ড এর গাড়ির বিপরীতে লোন নেয়া যাবে

৪/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং এর আওতায় কত বছরের পুরনো গাড়িতে লোন দেয়া হবে?
গাড়ির তৈরির বছর থেকে লোনের মেয়াদউত্তীর্ণের বছর পর্যন্ত সর্বোচ্চ ১০ বছর হতে পারবে। এক্ষেত্রে লোনের সর্বোচ্চ মেয়াদ (৬ বছর) অতিক্রম করা যাবে না।

উদাহারণঃ ২০১৭ মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ির বিপরীতে সর্বোচ্চ ২০২৭ সাল পর্যন্ত লোন দেয়া যাবে। অর্থাৎ লোনের সর্বোচ্চ মেয়াদ আজ (২০২২ সাল) থেকে সর্বোচ্চ ৫ বছর হবে।

৫/ সেকেন্ড হ্যান্ড গাড়ির মূল্য কিভাবে নির্ধারিত হবে?
ব্যাংকের তালিকাভুক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সেকেন্ড হ্যান্ড গাড়ির মূল্য নির্ধারণ (ভ্যালুয়েশন) করা হবে। ব্যাংকের নির্ধারণকৃত মূল্য এবং আবেদনকারীর প্রস্তাবিত মূল্যের (গাড়ি বিক্রয়ের দলিল এবং Price Quotation অনুযায়ী) মধ্যে যেটি কম, সেই মূল্যের ৫০% পর্যন্ত লোন দেয়া হবে। এক্ষেত্রে আবেদনকারী গাড়ির ভ্যালুয়েশন ফি বহন করবেন।

৬/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং এর জন্য আবেদনকারীর মাসিক আয় কত হতে হবে?

পেশা

মাসিক নূন্যতম আয় (টাকায়)

সরকারি বা বেসরকারি চাকরিজীবী

৩০,০০০

শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশাজীবী

৫০,০০০

ব্যবসায়ী এবং বাড়ীওয়ালা

৭৫,০০০



৭/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং এর জন্য আবেদন করতে গ্যারান্টর বা রেফারেন্স-এর প্রয়োজন আছে?
জ্বী, ১ জন গ্যারান্টর এবং ১ জন রেফারেন্স প্রয়োজন। তবে লোনে যৌথ আবেদনকারী থাকলে গ্যারান্টরের প্রয়োজন নেই।

৮/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং এর জন্য আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন?

আবেদনকারীর কাগজপত্র

গ্যারান্টর এর কাগজপত্র

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • ই-টিন
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যাংক স্টেটমেন্ট
  • আয় সম্পর্কিত কাগজপত্র
  • গাড়ি বিক্রয়ের দলিল
  • গাড়ির Price Quotation (প্রযোজ্য হলে)
  • গাড়ির বর্তমান রেজিস্ট্রেশন এর কাগজপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি

 

 



৯/ সেকেন্ড হ্যান্ড কার ফাইন্যান্সিং ফি ও চার্জ কী কী?
  • লোন প্রোসেসিং ফি- লোনের পরিমাণের ০.৫%+ভ্যাট
  • সিআইবি চার্জ- প্রকৃত খরচ হিসেবে+ভ্যাট
  • ষ্ট্যাম্প চার্জ- প্রকৃত খরচ হিসেবে
  • গাড়ির ভ্যালুয়েশন ফি- ৩,৫০০ টাকা (ভ্যাট সহ)

বিস্তারিত জানতে আপনার নিকটস্ত ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ভিজিট করুন অথবা কল করুন ১৬২২১