INCENTIVE CAMPAIGN TO PROMOTE VISA DIRECT INWARD REMITTANCE
১. কারা ক্যাম্পেইনটির জন্যে যোগ্য?
উত্তর: সকল BRAC Bank Visa Card হোল্ডার (Debit, Credit, Pre-paid)
২. ক্যাম্পেইনটির মূল প্রতিপাদ্য কি?
উত্তর: BRAC Bank Visa কার্ডে আসা রেমিট্যান্স এর উপর দেয়া ২% সরকারি প্রণোদনার (incentive/bonus) উপর আরও ১% প্রণোদনা।
৩. ১% প্রণোদনাটি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত?
উত্তর: ১% প্রণোদনাটি প্রতিবার ট্রান্সাক্সানে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।
৪. একজন Customer একটি কার্ড এ ক্যাম্পেইন সময়কালে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রণোদনা পেতে পারে?
উত্তর: ক্যাম্পেইন সময়কালে (৪৫ দিনে) সর্বোচ্চ ৫ টি ট্রান্সাক্সানে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত পেতে পারে।
৫. ক্যাম্পেইনটি কত দিন চলবে?
উত্তর: November 16 – December 30
৬. কোন কোন দেশ হতে কোন কোন অ্যাপ দিয়ে visa card- এ রেমিট্যান্স পাঠানো যাবে?
উত্তর: Malaysia থেকে Maybank2u App এর মাধ্যমে Maybank এর কাস্টোমার গণ এবং Singapore থেকে Instarem App দিয়ে কেবল প্রবাসীগণ তাদের নিজের কিনবা স্বজনের ব্র্যাক ব্যাংক Visa Debit এবং credit card- এ রেমিট্যান্স পাঠাতে পারবেন।
৭. কি ধরনের ট্রান্সাক্সানে প্রণোদনা প্রযোজ্য?
উত্তর: শুধু ওয়েজ আরনার রেমিট্যান্স এর বেলায় সার্ভিস এবং অফারটি প্রযোজ্য।
৮. রেমিট্যান্স কার্ডএ পাবার কত দিনের মধ্যে ১% বোনাসটি কার্ডে আসবে?
উত্তর: ১০ দিনের মধ্যে। তবে এই দিনের সংখ্যা Visa Settlement Report প্রাপ্তির উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে।
৯. সর্বোচ্চ কতগুলো বা কতবার একটি কার্ডএ রেমিট্যান্স পাঠানো যাবে?
উত্তর: প্রতিবারে সর্বোচ্চ ২৫০০ মার্কিন ডলার করে ৪৫ দিনে সর্বোচ্চ ৫ বার রেমিট্যান্স একটি কার্ডএ পাঠানো যাবে।
* শর্ত প্রযোজ্য, এবং অফারটি ব্র্যাক ব্যাংক কত্ৃপক্ষ যেকোনো মুহূর্তে স্থগিত করতে পারে *

Remittance and Probashi Banking, Retail Banking