

ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সিএসআর কার্যক্রমে ব্র্যাকের দর্শনকে প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংকে আমাদের সিএসআর মিশন হলো আর্থিক বাধা ও সামাজিক কুসংস্কার দূর করে সমাজের সবার জন্য সুযোগ সৃষ্টি করা, যাতে সকলেই তাঁদের সম্ভাবনার বিকাশ ঘটিয়ে অর্থবহ জীবন যাপনের সুযোগ পান।
ব্র্যাক ব্যাংকে আমরা থ্রি-পি ফিলোসোপি— পিপল, প্ল্যানেট ও প্রসপারিটি অনুসরণ করি। এই সর্বসমন্বিত দৃষ্টিভঙ্গি সামাজিক, পরিবেশগত, নৈতিক, মানবাধিকার ও ভোক্তা-সংক্রান্ত নীতিমালা ও অনুশীলন আমাদের ব্যবসায়িক কার্যক্রম ও সামগ্রিক কৌশলে অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালা, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট (ইউএনজিসি)-এর নীতি এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি)-এর নীতিমালা কঠোরভাবে অনুসরণ করি।
আমাদের সিএসআর বিনিয়োগ পদ্ধতি মানুষ এবং পরিবেশের উন্নয়ন-সহায়ক সামাজিক কর্মসূচি গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত এলাকাগুলোতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে আমাদের সম্পদ বরাদ্দ করি। এটি সম্ভব হয় আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে এবং কর্মীদেরকে তাঁদের সময়, দক্ষতা ও ধারণা সামাজিক সেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবার জন্য উৎসাহিত করার মাধ্যমে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, আমাদের সামাজিক বিনিয়োগ দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়, যা এসডিজি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ব্র্যাক ব্যাংকে আমাদের প্রধান সিএসআর অগ্রাধিকার ক্ষেত্রগুলো বহুমাত্রিক এবং সর্বসমন্বিত। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, সংস্কৃতি এবং সাহিত্য। প্রতিটি ক্ষেত্রই আমাদের কমিউনিটিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।
২০২২ সালে ব্র্যাক ব্যাংক একটি কৌশলগত কাঠামো প্রণয়ন করে, যা আমাদের এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে, প্রত্যেকেরই অর্থবহ জীবন যাপনের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই কাঠামো আমাদের সিএসআর কার্যক্রমকে দিকনির্দেশনা দেয়, যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) সংক্রান্ত নীতিমালা নির্দেশিকার সাথে সামঞ্জস্যপূর্ণ (এসএফডি সার্কুলার নং ০১; ইস্যুর তারিখ: ০৯ জানুয়ারি ২০২২)।
68b82a2822e44.png)
স্বকীয়
গ্রাহক, কর্মী ও সমাজের অন্তর্ভুক্তি নিশ্চিত করি
68b829af6f2bf.png)
কার্যকর
সবুজ অর্থায়ন ও পরিবেশগত ক্ষতি কমাই
68b82b4e13cf2.png)
লক্ষ্যভিত্তিক
মানুষের কল্যাণে নৈতিকভাবে মুনাফা অর্জন
68b82af615aee.png)
নিবিষ্ট
সততা, স্বচ্ছতা ও নৈতিকতায় পরিচালিত হই
68b82cfe4b0e1.png)
পরিমাপযোগ্য
সেবার মাধ্যমে বিশ্বাস ও সন্তুষ্টি নিশ্চিত করি