ব্যাংকিং
সীমানা ছাড়িয়ে
প্রবাসী ব্যাংকিং
সীমানা ছাড়িয়ে ব্যাংকিং
আপনার মান
অক্ষুন্ন রাখা
ব্র্যাক ব্যাংক
প্রবাসী চলতি হিসাব
এটা প্রবাসী বাংলাদেশি/প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের জন্য আদর্শ - যাঁরা ধর্মীয় বা অন্যান্য কারণে সুদ অর্জন করতে চান না। এই হিসাবটিতে চেক বই ও এটিএম কার্ডও রয়েছে এবং এটি নিয়মিত লেনদেনের জন্য আদর্শ। ** এই হিসাব টাকায় পরিচালনা করা হয়ে থাকে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- ২৪ ঘন্টা এটিএম ও পিওএস ব্যবহারের সুবিধা
- সুদবিহীন (যাঁরা ধর্মীয় কারণে সুদ চান না তাঁদের জন্য আদর্শ হিসাব)
- ঘনঘন লেনদেনে কোনো বাধা নেই
- ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো অনিবাসী বাংলাদেশি এই হিসাবটি খুলতে পারবেন
- অনিবাসী বাংলাদেশির অবশ্যই বৈধ বসবাস / কাজের অনুমতি থাকতে হবে
- দুই কপি পাসপোর্ট আকারের ছবি
- মনোনীত ব্যক্তির ছবি: ছবির বিপরীত দিকে হিসাবধারী কর্তৃক সত্যায়িত ১ কপি পাসপোর্ট আকারের ছবি। মনোনীত ব্যক্তির ছবি তৎক্ষণাৎ না দিলেও হিসাব খোলার ১৫ দিনের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে।
- শনাক্তকরণ: যথাযথ সত্যায়িত করা বৈধ পাসপোর্টের (৬ পৃষ্ঠা) অনুলিপি। বিদেশি পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই পৃষ্ঠাটির সত্যায়িত অনুলিপি দিতে হবে।
- বৈধ ভিসা: যথাযথ সত্যায়িতসহ প্রবেশ ভিসা। এটি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় থাকলে অনুবাদের প্রয়োজন নেই।
- কাজের/বসবাসের অনুমতিপত্র: প্রয়োজন নেই। তবে আবেদনকারী বৈধভাবে বিদেশে বসবাস করছেন - ভিসা তা প্রমাণের জন্য যথেষ্ট না হলে এটি নেওয়া যেতে পারে।
- ঠিকানা প্রমাণের নথি (যেকোনো একটি):
- বসবাসের অনুমোদন
- কাজের শনাক্তকরণ নম্বর
- ইউটিলিটি বিল
- বেতন স্লিপ
- গাড়িচালনা লাইসেন্স
- সরকার প্রদত্ত শনাক্তকরণ কার্ড
- ক্রেডিট কার্ডের বিল
- ভাড়ার রশিদ
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী
- নাগরিকত্ব কার্ড / স্বাস্থ্য কার্ড / গ্রিন কার্ড / সামাজিক নিরাপত্তা কার্ড
- কাজের চুক্তিপত্র
- মোবাইল বিল
- পোস্টবক্স নম্বর গ্রহণযোগ্য হবে যদি কোম্পানির নামের সঙ্গে থাকা পোস্টবক্স নম্বর ও কর্মীর অফিসের ঠিকানা হিসেবে উল্লেখকৃত নম্বর একই হয়।
সঞ্চয় করুন
যেকোনো স্থান থেকে
ব্র্যাক ব্যাংক
প্রবাসী সঞ্চয়ী হিসাব
প্রবাসী সঞ্চয়ী হিসাব হলো অনিবাসীদের জন্য স্থানীয় মুদ্রায় একটি নিয়মিত সঞ্চয়ী হিসাব, যা বিদেশে বসবাসরত বাংলাদেশি - যাঁরা কঠোর পরিশ্রমের অর্থ সঞ্চয় করতে চান এবং দেশে ফেরার পরে সেটি কাজে লাগাতে চান - তাঁদের জন্য।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- এটি সুদসহ একটি হিসাব যেখানে বছরে দুইবার সুদ প্রদান করা হয়
- এই হিসাবে চেক বই ও এটিএম কার্ড রয়েছে
- ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো অনিবাসী বাংলাদেশি এই হিসাবটি খুলতে পারবেন
- অনিবাসী বাংলাদেশির অবশ্যই বৈধ বসবাস / কাজের অনুমতি থাকতে হবে
- দুই কপি পাসপোর্ট আকারের ছবি
- মনোনীত ব্যক্তির ছবি: ছবির বিপরীত দিকে হিসাবধারী কর্তৃক সত্যায়িত ১ কপি পাসপোর্ট আকারের ছবি। মনোনীত ব্যক্তির ছবি তৎক্ষণাৎ না দিলেও হিসাব খোলার ১৫ দিনের মধ্যে অবশ্যই প্রদান করতে হবে।
- শনাক্তকরণ: যথাযথ সত্যায়িত করা বৈধ পাসপোর্টের (৬ পৃষ্ঠা) অনুলিপি। বিদেশি পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই পৃষ্ঠাটির সত্যায়িত অনুলিপি দিতে হবে।
- বৈধ ভিসা: যথাযথ সত্যায়িত করা সহ প্রবেশ ভিসা। এটি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় থাকলে অনুবাদের প্রয়োজন নেই।
- কাজ/বসবাসের অনুমতিপত্র: প্রয়োজন নেই। তবে আবেদনকারী বৈধভাবে বিদেশে বসবাস করছেন - ভিসা তা প্রমাণের জন্য যথেষ্ট না হলে এটি নেওয়া যেতে পারে।
- ঠিকানা প্রমাণের নথি (যেকোনো একটি):
- বসবাসের অনুমোদন
- কাজের শনাক্তকরণ নম্বর
- ইউটিলিটি বিল
- বেতন স্লিপ
- গাড়িচালনা লাইসেন্স
- সরকার প্রদত্ত শনাক্তকরণ কার্ড
- ক্রেডিট কার্ডের বিল
- ভাড়ার রশিদ
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী
- নাগরিকত্ব কার্ড / স্বাস্থ্য কার্ড / গ্রিন কার্ড / সামাজিক নিরাপত্তা কার্ড
- কাজের চুক্তিপত্র
- মোবাইল বিল
- পোস্টবক্স নম্বর গ্রহণযোগ্য হবে যদি কোম্পানির নামের সঙ্গে থাকা পোস্টবক্স নম্বর ও কর্মীর অফিসের ঠিকানা হিসেবে উল্লেখকৃত নম্বর একই হয়।
ঘরে বসে
নিজ-ভবিষ্যত তৈরী
ব্র্যাক ব্যাংক
প্রবাসী স্থায়ী আমানত
স্থায়ী আমানত হিসাব একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনার টাকা জমা রেখে বিনিময়ে উচ্চসুদ প্রদান করে। স্থায়ী আমানতের মেয়াদ তিন মাস থেকে তিন বছর পর্যন্ত হতে পারে। মেয়াদান্তে খুবই আকর্ষণীয় হারে সুদ প্রদান করা হয়। ** এই হিসাব টাকায় পরিচালনা করা হয়ে থাকে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- অনাবাসীরা স্থায়ী আমানতের যেকোনো একটি মেয়াদ বেছে নিতে পারেন: ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ২৪ মাস, ৩৬ মাস।
- কোনো নির্দেশনা না থাকলে মেয়াদান্তে স্বয়ংক্রিয় নবায়ন প্রযোজ্য হবে
- যৌগিক সুদ লাভ।
- ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো অনিবাসী বাংলাদেশি এই হিসাবটি খুলতে পারবেন
- অনিবাসী বাংলাদেশির অবশ্যই বৈধ বসবাস / কাজের অনুমতি থাকতে হবে
- আবেদনকারীকে প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব পরিচালনা করতে হবে।
- পরিচয় প্রমাণের জন্য নথি:
- পাসপোর্ট আকারের ৩ কপি ছবি
- বৈধ পাসপোর্টের প্রথম ৬ পৃষ্ঠার অনুলিপি
- বৈধ কাজের অনুমতি / চাকরির ভিসার অনুলিপি (যথাযথভাবে সত্যায়িত)
- মনোনীত ব্যক্তির এক কপি পাসপোর্ট আকারের ছবি (আবেদনকারী কর্তৃক সত্যায়িত), প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব থেকে ভিন্ন হলে
- যথাযথভাবে পূরণ করা প্রবাসী এফডি হিসাব খোলার ফর্ম
- নিচের অন্তত একটি নথি (অনুলিপি)
- ইউটিলিটি বিল
- গাড়িচালনা লাইসেন্স
- বসবাসের অনুমতি (সরকার প্রদত্ত শনাক্তকরণ কার্ড)
- ক্রেডিট কার্ডের বিল
- ভাড়ার রশিদ
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী
- কাজের শনাক্তকরণ নম্বর
- বেতন স্লিপ
- ঠিকানা প্রমাণের নথি
- পাসপোর্টে উল্লেখকৃত ঠিকানা
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী (ব্যাংকের পাসবই বৈধ ঠিকানা প্রমাণের দলিল হিসাবে বিবেচিত হবে না)
- যথাযথভাবে স্ট্যাম্প করা / নিবন্ধিত ইজারা চুক্তিপত্রসহ ভাড়া-রশিদ। ভাড়ার চুক্তি হিসাব খোলার তারিখে বৈধ হতে হবে।
- বর্তমানে হিসাব রয়েছে এমন ব্যাংকের চিঠি - যেখানে স্পষ্টভাবে বলা থাকতে হবে যে উল্লেখকৃত ঠিকানাটি গ্রাহকের যোগাযোগের ঠিকানা এবং ব্যাংকের সাথে সম্পর্কের সময়কাল ৩ মাসের বেশি।
- ইউটিলিটি বিল, যেমন - বিদ্যুৎ বিল, ল্যান্ডলাইন টেলিফোন বিল, গ্যাস সংযোগ বিল, পানির সংযোগ বিল।
- গাড়িচালনা লাইসেন্স, সরকার প্রদত্ত শনাক্তকরণ নম্বর
সকল দিক থেকে
ক্রমাগত প্রাপ্তি
ব্র্যাক ব্যাংক
প্রবাসী অবিরাম
প্রবাসী অবিরাম একটি স্থায়ী আমানত, যা সেই অনাবাসীদের জন্য যাঁরা প্রতিমাসে একটি নির্দিষ্ট প্রাপ্তি পেতে চান। প্রয়োজনীয় তহবিল থাকলে ১ থেকে ৩ বছর মেয়াদে প্রবাসী অবিরাম হিসাব খোলা যাবে। সুদ প্রতিমাসে প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাবে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। এটি সেই গ্রাহকদের জন্য - যাঁরা ডিপিএস কিস্তি দিতে চান। এই হিসাব টাকায় পরিচালনা করা হয়ে থাকে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- গ্রাহক মাসিক প্রাপ্তি অর্জন করতে পারেন
- ডিপিএস-এর জন্য মাসিক কিস্তি এই হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হবে
- ব্র্যাক ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কে বিচরণের সুবিধা
- ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো অনিবাসী বাংলাদেশি এই হিসাবটি খুলতে পারবেন
- অনিবাসী বাংলাদেশির অবশ্যই বৈধ বসবাস / কাজের অনুমতি থাকতে হবে
- আবেদনকারীকে প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব চালাতে হবে।
- ঠিকানা প্রমাণের নথি
- পাসপোর্ট আকারের ৩ কপি ছবি
- বৈধ পাসপোর্টের প্রথম ৬ পৃষ্ঠার অনুলিপি
- বৈধ কাজের অনুমতিপত্র / চাকরির ভিসার অনুলিপি (যথাযথভাবে সত্যায়িত)
- মনোনীত ব্যক্তির এক কপি পাসপোর্ট আকারের ছবি (আবেদনকারী কর্তৃক সত্যায়িত), প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব থেকে ভিন্ন হলে
- যথাযথভাবে পূরণ করা প্রবাসী অবিরাম হিসাব খোলার ফর্ম
- নিচের অন্তত একটি নথি (অনুলিপি):
- ইউটিলিটি বিল
- গাড়িচালনা লাইসেন্স
- বসবাসের অনুমতি (সরকার প্রদত্ত শনাক্তকরণ কার্ড)
- ক্রেডিট কার্ডের বিল
- ভাড়ার রশিদ
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী
- কাজের শনাক্তকরণ নম্বর
- বেতন স্লিপ
- ঠিকানা প্রমাণের নথি
- পাসপোর্টে উল্লেখকৃত ঠিকানা
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী (ব্যাংকের পাসবই বৈধ ঠিকানা প্রমাণের দলিল হিসাবে বিবেচিত হবে না)
- যথাযথভাবে স্ট্যাম্প করা / নিবন্ধিত ইজারা চুক্তিপত্রসহ ভাড়া-রশিদ। ভাড়ার চুক্তি হিসাব খোলার তারিখে বৈধ হতে হবে।
- বর্তমানে হিসাব রয়েছে এমন ব্যাংকের চিঠি - যেখানে স্পষ্টভাবে বলা থাকতে হবে যে উল্লেখকৃত ঠিকানাটি গ্রাহকের যোগাযোগের ঠিকানা এবং ব্যাংকের সাথে সম্পর্কের সময়কাল ৩ মাসের বেশি।
- ইউটিলিটি বিল, যেমন - বিদ্যুৎ বিল, ল্যান্ডলাইন টেলিফোন বিল, গ্যাস সংযোগ বিল, পানির সংযোগ বিল।
- গাড়িচালনা লাইসেন্স, সরকার প্রদত্ত শনাক্তকরণ নম্বর
Fixing
Your Future
BRAC Bank
Probashi DPS
অনাবাসীদের কঠোর পরিশ্রমলব্ধ অর্থ সুরক্ষার করার জন্য প্রবাসী ব্যাংকিং পরিষেবা বিভাগ একটি আদর্শ মাসিক সঞ্চয় প্রকল্প “প্রবাসী ডিপিএস” চালু করেছে
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- মাসিক কিস্তি কমপক্ষে ৫০০ টাকা ও এর গুণিতক
- কিস্তি সময়মতো স্বয়ংক্রিয়ভাবে জমা হবে
- জমাকৃত অর্থের উপর ৯০% ঋণ প্রদান করা হয়
- ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো অনিবাসী বাংলাদেশি এই হিসাবটি খুলতে পারবেন
- অনিবাসী বাংলাদেশির অবশ্যই বৈধ বসবাস / কাজের অনুমতি থাকতে হবে
- আবেদনকারীকে প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব পরিচালনা করতে হবে।
- পরিচয় শনাক্ত করার নথি
- পাসপোর্ট আকারের ৩ কপি ছবি
- বৈধ পাসপোর্টের প্রথম ৬ পৃষ্ঠার অনুলিপি
- বৈধ কাজের অনুমতি / চাকরির ভিসার অনুলিপি (যথাযথভাবে সত্যায়িত)
- মনোনীত ব্যক্তির এক কপি পাসপোর্ট আকারের ছবি (আবেদনকারী কর্তৃক সত্যায়িত), প্রবাসী সঞ্চয়ী / চলতি হিসাব থেকে ভিন্ন হলে
- যথাযথভাবে পূরণ করা প্রবাসী অবিরাম হিসাব খোলার ফর্ম
- নিচের অন্তত একটি নথি (অনুলিপি)
- ইউটিলিটি বিল
- গাড়িচালনা লাইসেন্স
- বসবাসের অনুমতি (সরকার প্রদত্ত শনাক্তকরণ কার্ড)
- ক্রেডিট কার্ডের বিল
- ভাড়ার রশিদ
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী
- কাজের শনাক্তকরণ নম্বর
- বেতন স্লিপ
- ঠিকানা প্রমাণ করা
- পাসপোর্টে উল্লেখকৃত ঠিকানা
- বিদেশি ব্যাংকের হিসাব বিবরণী (ব্যাংকের পাসবই বৈধ ঠিকানা প্রমাণের দলিল হিসাবে বিবেচিত হবে না)
- যথাযথভাবে স্ট্যাম্প করা / নিবন্ধিত ইজারা চুক্তিপত্রসহ ভাড়া-রশিদ। ভাড়ার চুক্তি হিসাব খোলার তারিখে বৈধ হতে হবে।
- বর্তমানে হিসাব রয়েছে এমন ব্যাংকের চিঠি - যেখানে স্পষ্টভাবে বলা থাকতে হবে যে উল্লেখকৃত ঠিকানাটি গ্রাহকের যোগাযোগের ঠিকানা এবং ব্যাংকের সাথে সম্পর্কের সময়কাল ৩ মাসের বেশি।
- ইউটিলিটি বিল, যেমন - বিদ্যুৎ বিল, ল্যান্ডলাইন টেলিফোন বিল, গ্যাস সংযোগ বিল, পানির সংযোগ বিল।
- গাড়িচালনা লাইসেন্স, সরকার প্রদত্ত শনাক্তকরণ নম্বর
কষ্টার্জিত অর্থের
বিচক্ষণ বিনিয়োগ
ব্র্যাক ব্যাংক
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড (ডব্লিউইডিবি)
প্রবাসী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড (ডব্লিউইডিবি) সেবাটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে প্রবাসীদের কঠোর পরিশ্রমের অর্থ বিনিয়োগ করে বন্ড কিনতে উৎসাহিত করা, যেখানে সরকার স্থিতিশীল ও আকর্ষণীয় সুদের হারের সাথে নিরাপদ ও করমুক্ত আয় নিশ্চিত করে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- এই বন্ড কেনা যাবে ২৫০০০, ৫০০০০, ১০০০০০, ২০০০০০, ৫০০০০০, ১০০০০০০, ৫০০০০০০ বাংলাদেশি টাকা মূল্যমানের।
- ২৫,০০০/- বাংলাদেশি টাকা গুণিতকের যেকোনো পরিমাণ বন্ড কেনা যাবে কোনো সর্বোচ্চ সীমা ছাড়াই
- লেনদেনের সংখ্যার কোনো সীমা নেই। সুদের হার বছরে ১২% হারে অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদেয়।
- সুদের হার বছরে ১২% হারে অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদেয়।
- মেয়াদ পাঁচ বছর।
- মূল বিনিয়োগের উপর কর ছাড়
- যেকোনো ঋণের নিরাপত্তা জামানত হিসেবে ব্যবহার করা যাবে
- বিনিয়োগের ৪০% থেকে ৫০% পর্যন্ত মৃত্যু-ঝুঁকি সুবিধা
- স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুযোগ
- ৮০ মিলিয়ন বা এর বেশি পরিমাণ বাংলাদেশি টাকা বিনিয়োগকারী সিআইপি মর্যাদা পাবেন
- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রেতা বন্ডের মূল অর্থ বৈদেশিক মুদ্রায় রূপান্তর করতে পারবেন
- বিদেশে কর্মরত একজন বাংলাদেশি কর্মী
- তাঁর নিজের নামে; অথবা
- তাঁর আবেদনে অন্য কারও নামে
- বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবী
- ক্রেতার ব্যাংকের সাথে একটি এফসি হিসাব থাকতে হবে
- ক্রেতার পাসপোর্টের সেই পৃষ্ঠাগুলোর অনুলিপি থাকতে হবে যেখানে তাঁর নাম, জন্ম তারিখ, প্রদানের স্থান ও তারিখ; মেয়াদ, ছবি ও স্বাক্ষর রয়েছে।
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং মনোনীত ব্যক্তির এক কপি ছবির পেছনে আবেদনকারীর স্বাক্ষর।
- বৈধ কাজের অনুমতিপত্র / বিদেশে আবেদনকারীর চাকরির প্রমাণপত্র
আপনার বিনিয়োগের
নিশ্চয়তা নিন
ব্র্যাক ব্যাংক
ইউএস ডলার বিনিয়োগ বন্ড
ইউএস ডলার বিনিয়োগ বন্ড সেবাটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে প্রবাসীদের কঠোর পরিশ্রমের অর্থ বিনিয়োগ করে বন্ড কিনতে উৎসাহিত করা, যেখানে সরকার স্থিতিশীল ও আকর্ষণীয় সুদ-হারের সাথে নিরাপদ ও করমুক্ত আয় নিশ্চিত করে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- এই বন্ড ৫০০, ১০০০, ৫০০০, ১০,০০০ ও ৫০,০০০ ইউএস ডলার মূল্যমানের কেনা যাবে
- ৫০০ মার্কিন ডলার গুণিতকের যেকোনো পরিমাণ বন্ড কেনা যাবে কোনো সর্বোচ্চ সীমা ছাড়াই
- সুদের হার বছরে ৬.৫% হারে অর্ধ-বার্ষিক ভিত্তিতে ইউএস ডলারে প্রদেয়
- মেয়াদ তিন বছর
- সুদ ইউএস ডলারে প্রদেয়
- স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুযোগ
- যেকোনো ঋণের নিরাপত্তা জামানত হিসেবে ব্যবহার করা যাবে
- মূল অর্থ ও সুদের উপর কর ছাড়
- মূল অর্থ ও সুদ ইউএস ডলারে প্রদেয়
- ১ মিলিয়ন বা এর বেশি পরিমাণ ইউএস ডলার বিনিয়োগকারী সিআইপি মর্যাদা পাবেন
- বিনিয়োগের ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকি সুবিধা
- বন্ডের মূল অর্থ ও সুদ বৈদেশিক মুদ্রায় রূপান্তরযোগ্য
- বিদেশে কর্মরত কর্মী
- বিদেশে কর্মরত কর্মীর আবেদনে অন্য কারও নামে
- ববিদেশে কর্মরত সরকারি চাকরিজীবী
- প্রবাসী-আয়ের বিপরীতে একজন অনিবাসী হিসাবধারীর নামে বিদেশ থেকে বন্ড ইস্যু করা যেতে পারে
- ব্যাংকের সাথে ক্রেতার একটি এফসি হিসাব থাকতে হবে
- ক্রেতার পাসপোর্টের সেই পৃষ্ঠাগুলোর অনুলিপি থাকতে হবে যেখানে তাঁর নাম, জন্ম তারিখ, প্রদানের স্থান ও তারিখ; মেয়াদ, ছবি ও স্বাক্ষর রয়েছে।
- বিদেশে বন্ডধারীর ঠিকানার প্রমাণপত্র
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং মনোনীত ব্যক্তির এক কপি ছবির পেছনে আবেদনকারীর স্বাক্ষর
আরও তথ্যের জন্য এখানে দয়া করে।
আমাদের 24 ঘন্টা কল সেন্টার 16221 কল করুন অথবা আমাদের [email protected] এ ইমেইল করুন
আপনার বিনিয়োগের
নিশ্চয়তা নিন
ব্র্যাক ব্যাংক
মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড
মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড সেবাটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে প্রবাসীদের কঠোর পরিশ্রমের অর্থ বিনিয়োগ করে বন্ড কিনতে উৎসাহিত করা, যেখানে সরকার স্থিতিশীল ও আকর্ষণীয় সুদের হারের সাথে নিরাপদ ও করমুক্ত আয় নিশ্চিত করে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- এই বন্ড ৫০০, ১০০০, ৫০০০, ১০,০০০ ও ৫০,০০০ ইউএস ডলার মূল্যমানে কেনা যাবে
- ৫০০ মার্কিন ডলার গুণিতকের যেকোনো পরিমাণ বন্ড কেনা যাবে কোনো সর্বোচ্চ সীমা ছাড়াই
- মেয়াদ তিন বছর
- সুদ বছরে ৭.৫% হারে অর্ধ-বার্ষিক ভিত্তিতে বাংলাদেশি টাকায় প্রদেয়
- সুদ শুধুমাত্র বাংলাদেশি টাকায় প্রদেয়
- স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুযোগ
- যেকোনো ঋণের নিরাপত্তা জামানত হিসেবে ব্যবহার করা যাবে
- মূল অর্থ ও সুদের উপর কর ছাড়
- মূল অর্থ ও সুদ ইউএস ডলারে প্রদেয়
- ১ মিলিয়ন বা এর বেশি পরিমাণ ইউএস ডলার বিনিয়োগকারী সিআইপি মর্যাদা পাবেন
- বিনিয়োগের ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকি সুবিধা
- বন্ডের মূল অর্থ বৈদেশিক মুদ্রায় রূপান্তরযোগ্য
আরও তথ্যের জন্য এখানে দয়া করে।
আমাদের 24 ঘন্টা কল সেন্টার 16221 কল করুন অথবা আমাদের [email protected] এ ইমেইল করুন
চলমান প্রক্রিয়া
আরও পড়ুন
পুঁজিবাজারে বিনিয়োগ
অনিবাসী বাংলাদেশিদের জন্য
ব্র্যাক ব্যাংক
মার্কিন ডলার বিনিয়োগ বন্ড
মার্কিন ডলার বিনিয়োগ বন্ড সেবাটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে প্রবাসীদের কঠোর পরিশ্রমের অর্থ বিনিয়োগের জন্য বন্ড কেনায় উৎসাহিত করা, যেখানে সরকার স্থিতিশীল ও আকর্ষণীয় সুদের হারের সাথে নিরাপদ ও করমুক্ত আয় নিশ্চিত করে।
বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ- এই বন্ড ৫০০, ১০০০, ৫০০০, ১০,০০০ ও ৫০,০০০ ইউএস ডলার মূল্যমানে কেনা যাবে
- ৫০০ মার্কিন ডলার গুণিতকের যেকোনো পরিমাণ বন্ড কেনা যাবে সর্বোচ্চ সীমা ছাড়াই
- সুদ বছরে ৬.৫% হারে অর্ধ-বার্ষিক ভিত্তিতে ইউএস ডলারে প্রদেয়
- মেয়াদ তিন বছর
- সুদ ইউএস ডলারে প্রদেয়
- স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুযোগ
- যেকোনো ঋণের নিরাপত্তা জামানত হিসেবে ব্যবহার্য
- মূল অর্থ ও সুদের উপর কর ছাড়
- মূল অর্থ ও সুদ ইউএস ডলারে প্রদেয়়
- এক মিলিয়ন বা এর বেশি পরিমাণ ইউএস ডলার বিনিয়োগকারী সিআইপি মর্যাদা পাবেন
- বিনিয়োগের ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকি সুবিধা
- মূল অর্থ ও সুদ বৈদেশিক মুদ্রায় রূপান্তরযোগ্য
- বিদেশে কর্মরত কর্মী
- বিদেশে কর্মরত কর্মীর আবেদনে অন্য কারও নামে
- বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবী
- বন্ড প্রবাসী-আয়ের বিপরীতে একজন অনিবাসী হিসাবধারীর নামে বিদেশ থেকে জারি করা যেতে পারে
- ব্যাংকের সাথে ক্রেতার একটি এফসি হিসাব থাকতে হবে
- ক্রেতাকে পাসপোর্টের সেই পৃষ্ঠাগুলোর অনুলিপি থাকতে হবে যেখানে ক্রেতার নাম, জন্ম তারিখ, প্রদানের স্থান ও তারিখ; মেয়াদ, ছবি ও স্বাক্ষর রয়েছে
- বিদেশে আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং মনোনীত ব্যক্তির এক কপি ছবির পেছনে আবেদনকারীর স্বাক্ষর।
- বৈধ কাজের অনুমতি / বিদেশে আবেদনকারীর চাকরির প্রমাণপত্র
আরও তথ্যের জন্য এখানে দয়া করে।
আমাদের 24 ঘন্টা কল সেন্টার 16221 কল করুন অথবা আমাদের [email protected] এ ইমেইল করুন
ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার
আরও জানুন
জমা পণ্য
মানিগ্রাম
আরও তথ্য জেনে নিন
আন্তর্জাতিক
প্রবাসী-আয়
ব্র্যাক ব্যাংক
আন্তর্জাতিক প্রবাসী-আয়
বিদেশে বসবাসরত বাংলাদেশিরা তালিকাভুক্ত ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে নিবন্ধিত বিকাশ হিসাবধারীর কাছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতিতে তাঁদের প্রবাসী-আয় পাঠাতে পারেন।
বাংলাদেশের বিকাশ হিসাবে বিদেশ থেকে প্রবাসী-আয় পাঠাতে অনুগ্রহ করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:- একটি তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখায় যান।
- তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখার প্রতিনিধিকে জানান যে আপনি বিকাশের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী-আয় প্রেরণ করতে চান।
- তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখাতে থাকা প্রবাসী-আয় প্রেরণ অনুরোধ ফর্মে সঠিকভাবে বিকাশ-সম্পর্কিত তথ্য পূরণ করুন।
- তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখার প্রতিনিধি আপনাকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহায়তা করবে।
- প্রাপকের নম্বর একটি নিবন্ধিত বিকাশ অ্যাকাউন্ট এবং বিকাশের সাথে অংশীদার হওয়া মোবাইল অপারেটরের অন্তর্ভুক্ত। বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল যেমন ০১৮, ০১৭, ০১৯, বা ০১৬-এর বিকাশের সাথে অংশীদারিত্ব রয়েছে।
- প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি সঠিক।
- সংখ্যাগুলো স্পষ্ট ও সঠিকভাবে লেখা হয়েছে।
- প্রেরণরত প্রবাসী-আয়ের মূল্যমান বাংলাদেশি টাকায় লেনদেন-সীমা অতিক্রম করছে না।
- ইউএই
- ওমান
- ইউকে
- মালয়েশিয়া
- ইউএসএ
- দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরব
দ্রষ্টব্য: আপনার কাছাকাছি থাকা তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখা খুঁজতে উল্লিখিত এক্সচেঞ্জ হাউস/ব্যাংক শাখায় ক্লিক করুন।
বাংলাদেশে মনোনীত বিকাশ হিসাবে প্রবাসী-আয় প্রাপ্তি:- তালিকাভুক্ত এক্সচেঞ্জ হাউস/ব্যাংকের মাধ্যমে প্রেরিত প্রবাসী-আয় বাংলাদেশে নিম্নলিখিত নিবন্ধিত ব্যাংকগুলোর মাধ্যমে গ্রহণ করা হবে এবং তা আপনার মনোনীত বিকাশ হিসাবে পাঠানো হবে:
- ব্র্যাক ব্যাংক লিমিটেড
- সাউথইস্ট ব্যাংক লিমিটেড
- প্রবাসী-আয় বাংলাদেশে মনোনীত ব্যাংকের মাধ্যমে বিকাশ হিসাবে প্রেরিত হলে প্রাপক মোবাইল ফোনে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
- বিকাশ হিসাবে প্রবাসী-আয় গ্রহণের জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়। বিকাশ প্রতিনিধি বা ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলনের প্রয়োজন হলেই আপনাকে বিকাশ স্ট্যান্ডার্ড ক্যাশ আউট চার্জ দিতে হবে।
লেনদেনের ধরণ | প্রতি লেনদেনে পরিমাণ | লেনদেনের সর্বোচ্চ পরিমাণ | ||
---|---|---|---|---|
আন্তর্জাতিক প্রবাসী-আয় | নুন্যতম | সর্বোচ্চ | প্রতিদিন | প্রতিমাস |
বাংলাদেশি টাকা ৫০ | বাংলাদেশি টাকা ১৫০,০০০ | বাংলাদেশি টাকা ১৫০,০০০ | বাংলাদেশি টাকা ১৫০,০০০ |
একজন বিকাশ গ্রাহক যেকোনো সময়ে তাঁর বিকাশ হিসাবে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা রাখতে পারবেন। উদাহরণস্বরূপ, একটি বিকাশ হিসাবে ৫০,০০০ টাকা থাকলে আপনি সেই নির্দিষ্ট হিসাবে সর্বোচ্চ ১০০,০০০ বাংলাদেশি টাকা পাঠাতে পারবেন।
SCHEDULE OF CHARGES
Wed, Nov 6, 2024 10:11 AM
Currency | Buying | Selling |
---|---|---|
USD | 119.0000 | 120.0000 |
EUR | 127.7465 | 132.6020 |
GBP | 153.2720 | 159.0927 |